দক্ষিণবঙ্গ

ঘুড়ি ধরতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বালকের

Thursday, November 21, 2019

/ by krishaksetu Bangla

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ২২ নভেম্বর 

অন্যের  মাঞ্জা সুতোয় কাটা যাওয়া ঘুড়ি ধরতে গিয়ে গাড়ির ধাক্কায় মৃত্যু হল বালকের। মৃতের নাম নয়ন দাস(৯)।তাঁর বাড়ি বর্ধমানের বেচারহাট এলাকায় ।বৃহস্পতিবার বিকালে  ২ নম্বর জাতীয় সড়কের বেচারহাটের কাছেই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা ।এই দুর্ঘটনার জেরে এদিন এলাকায়  ক্ষোভ বিক্ষোভ ছড়ায় । অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়কে যানবাহন চলাচল ।  খবর পেয়ে  বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে  পরিস্থিতি সামাল দিয়ে মৃতদেহ  উদ্ধার করে । 


পুলিশ ও স্থানীয়  সূত্রে জানাগেছে , নয়ন দাস স্থানীয় বিদ্যালয়ে তৃতীয়  শ্রেণীতে  পড়তো । মৃতর মামা অমর দাস বলেন ,‘অপরের মাঞ্জা সুতোয়  কাটা পড়া একটি ঘুড়ি ধরার জন্য    এদিন অতি উৎসাহী হয়েপড়ে নয়ন । ঘুড়ির দিকে তাকিয়ে ছুটতে ছুটতে  সে আচমকাই জাতীয় সড়কে চলে যায়।ওই সময়ে দুর্গাপুরমুখী একটি চারচাকা গাড়ি তাঁকে ধাক্কা মারে ।   ঘটনাস্থলেই নয়নের মৃত্যু হয়।’স্থানীয়  বাসিন্দা বিপ্লব দাস বলেন , দুর্ঘটনার পর ঘাতক গাড়িটিও  নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে উঠে পড়ে।তার জেরে গাড়িতে থাকা  দুই মহিলা আরোহী অল্পবিস্তর আহত  হয়েছেন ।পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION