দক্ষিণবঙ্গ

মালবাহী গাড়ির ধাক্কায় মৃত্যু আখের রস বিক্রেতার

Thursday, November 21, 2019

/ by krishaksetu Bangla

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ২১ নভেম্বর 

বেপরোয়া ভাবে চলা মালবাহী গাড়ির ধাক্কায়  মৃত্যু হল এক আখের রস বিক্রেতার । দুমড়ে মুচড়ে গেছে যন্ত্র লাগান তাঁর  আখের রস বিক্রীর গাড়িটিও ।  বৃহস্পতিবার বেলায়  দুর্ঘটনাটি ঘটেছে ২ নম্বর  জাতীয় সড়কে পূর্ব বর্ধমানের জামালপুর  থানার আবুজহাটি বাইপাস সংলগ্ন এলাকায় । পুলিশ সূত্রে জানাগেছে মৃত ব্যক্তির নাম  সনাত পণ্ডিত ওরফে ফকির (৪৪)। জামালপুরের  জৌগ্রামের রানাপাড়ায়  মৃত ব্যক্তির বাড়ি ।  দুর্ঘটনার তদন্ত চালানোর পাশাপাশি জামালপুর থানার পুলিশ ঘাতক গাড়ির খোঁজ শুরু করেছে ।  


পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে , আখের রসের গাড়ি নিয়ে সনাতন পণ্ডিত এদিন বেলায় ২ নম্বর জাতীয় সড়কের আবুজহাটি বাইপাস লাগোয়া রাস্তা ধরে যাচ্ছিলেন । ওই সময়ে একটি মালবাহী গড়ি তাঁকে সজোরে  ধাক্কা মেরে পালায় । রক্তাত অবস্থায় রাস্তায়  লুটিয়ে পড়েন আখের রস বিক্রেতা ।  পুলিশ ও স্থানীয় মানুষজন তাঁকে উদ্ধার করে  নিয়েযান  বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ।  সেখানে কর্তব্যরত চিকিৎসক সনাতন পণ্ডিতকে  মৃত ঘোষনা করেন । এদিনই বর্ধমান  হাসপাতাল পুলিশ মর্গে  মৃত ব্যক্তির দেহের ময়নাতদন্ত হয় । দিন দরিদ্র পরিবারে একমাত্র  রোজগেরে   ব্যক্তি ছিলেন সনাতন পণ্ডিত ।  তাঁর এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।


অল্প টাকায় বিজ্ঞাপন দেবার জন্য এখানে ক্লিক করুন


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION