দক্ষিণবঙ্গ

মৎস্য ও প্রাণি সম্পদ বিভাগের উদ্যাগে মেমারির ১ ব্লকের নিমো ২ গ্রাম পঞ্চায়েতের মৎস চাষ

Saturday, November 30, 2019

/ by krishaksetu Bangla

সেখ সামসুদ্দিনঃ ২০১৯-২০ বর্ষের বড় জলাশয়ে বড় মাছ চাষ প্রকল্প আজ মেমারির ১ ব্লকের নিমো ২ গ্রাম পঞ্চায়েতের অধীন কেন্না গ্রামের একটি বড় পুকুরে মাছের চারা ছাড়া হয় বেনিফিশিয়ারির নাম কৃষ্ণ চরণ সিংহ রায়।
পুকুরে  উপস্থিত ছিলেন মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক বিপুল কুমার মন্ডল, জয়েন্ট বিডিও উজ্জ্বল সর্দার, মেমারি ১ পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ-সভাপতি সেখ মোয়াজ্জেম, মৎস্য ও প্রাণি সম্পদ কর্মাধ্যক্ষ রেনুকা মহন্ত, গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সদস্য, মেমারি ১ মৎস দপ্তরের আধিকারিক সঙ্গীতা ঘোষ ও বিভাগীয় কর্মী হারাধন পাকড়ে। এফ ই ও জানান ৭৫০০ পিস মাছের চারা এদিন পুকুরে ছাড়া হয়। দুশো থেকে আড়াইশো গ্রাম ওজনের রুই-কাতলা-মৃগেল মাছের চারাগুলি, তার মধ্যে দু-একটি একটু বড় সাইজের ছিল।
এই চারাগুলিকে মাছের পরিপূরক খাবার ব্যবহার করে ১ বছরে দেড় কিলো সাইজের করতে হবে। বেনিফিসিয়ারিকে মাছের চারার সঙ্গে দেয়া হয় পাঁচশো কেজি চুন, মাছের খাবার যা পরে দেওয়া হবে, জলে অক্সিজেন দেওয়ার যন্ত্র এরেটার। এছাড়া ওষুধ, সার সহ অন্যান্য যাবতীয় খরচ বেনিফিশিয়ারি নিজে বহন করবে। এই মাছ ছাড়ার পর এক বছর মৎস দপ্তর পযাবেক্ষণে রাখবে।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION