সেখ সামসুদ্দিন
ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী দল চিত্তরঞ্জন থেকে রাজভবন এর উদ্দেশ্যে ১২ দফা দাবিতে যে লং মার্চ শুরু করেছে তার সমর্থনে আজ সিপিআইএম মেমারি ১ পূর্ব এরিয়া কমিটির পক্ষ থেকে রাধাকান্তপুর হতে কেষ্টপুর পর্যন্ত মিছিল করা হয়। মিছিলে পা মেলান পূর্ব এরিয়া কমিটির সম্পাদক অভিজিৎ কোঙার, আন্তাজ আলী দফাদার, অমিতিভ চৌধুরী, সঞ্জয় গুঁই প্রমুখ নেতৃত্ব।নেতৃত্বের সঙ্গে মেমারি ১ পূর্ব এরিয়া কমিটির বিভিন্ন অঞ্চলের নেতৃত্ব ও কর্মী-সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
সিপিআইএম নেতৃত্ব জানান ১২ দফা দাবির মধ্যে আছে ১)রুগ্ন কারখানাগুলি চালু করতে হবে, ২) নতুন শিল্প গড়তে হবে, ৩) কৃষকের ফসলের ন্যায্য দাম দিতে হবে, ৪) শ্রমিকদের ন্যূনতম মজুরি ২১ হাজার টাকা করতে হবে, ৫) ৬০ বছর পেরিয়ে যাওয়া শ্রমিকদের ৬ হাজার টাকা পেনশন দিতে হবে, ৬) সাম্প্রদায়িক ঐক্য রক্ষা করতে হবে সহ অন্যান্য।মিছিলের সূচনায় রাধাকান্তপুরে বক্তব্য রাখেন সঞ্জয় গুই।
No comments
Post a Comment