143 নম্বর ওয়ার্ড এর দিদি কে বলো অনুষ্ঠান আজ করা হলো ঠাকুরপুকুর কবর ডাঙ্গা তে। 143 নম্বর ওয়ার্ড এর কাউন্সিলার ইন্দ্রজিৎ ভট্টাচার্য্যএর নেতৃত্বে আজ এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে সাধারণ মানুষ এসে তাদের অসুবিধার কথা কাউন্সিলার কে জানান ।
কাউন্সিলার বলেন অনেক কাজ এখানে বাকি আছে ,অনেক কাজ হয়েছে । মানুষের অসুবিধার কথা শুনেছি চেষ্ঠা করবো যাতে তাড়াতাড়ি দূর করা যায় অসুবিধা। মানুষের জন্য এই অনুষ্ঠান আরো করা হবে এলাকাতে।
No comments
Post a Comment