দক্ষিণবঙ্গ

জমি নিয়ে পারিবারিক বিবাদ, পরিবারের হাতে রক্তাক্ত এক বৃদ্ধা সহ ছেলে।

Sunday, December 1, 2019

/ by krishaksetu Bangla
জিবনতলা : মি নিয়ে পারিবারিক বিবাদের জেরে, এক বৃদ্ধা ও তার ছেলেকে দা দিয়ে এলোপাতাড়ি কোপ মারল পরিবারের অন্য সদস্যরা। এমনই মর্মান্তিক ঘটনা ঘটেছে, জিবনতলা থানা হিরগড় গ্রামে। আহতদের মধ্যে, শিবানী নস্কর (৭২), ও ছেলে সেন্টু নস্কর (৪৭)।

পরিবার সূত্রে, জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে, আজ সকালে বৃদ্ধা ও তার ছেলেকে দা দিয়ে কোপ মারলো পরিবারের অন্য সদস্যরা। এরপর রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে ঘটিয়া শরিফ প্রাথমিক গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার আশঙ্কাজনক হওয়ায় তাদের স্থানান্তরিত করে বারুইপুর মহাকুমা হাসপাতালে।

আর সেখানে বৃদ্ধার অবস্থা দ্রুত অবনতি হলে তাকে চিকিৎসক স্থানান্তরিত করে কলকাতা চিত্তরঞ্জন মেডিকেল কলেজ হাসপাতাল।যেখানে বাবলু নস্কর, বিকাশ নস্কর, কৃষ্ণেন্দু নস্কর ও সবিতা নস্কর সহ অন্যান্য সদস্যরা দা দিয়ে কোপ মেরেছে বলে এমনই অভিযোগ করছে আহত বৃদ্ধা। অভিযুক্তদের বিরুদ্ধে জিবনতলা থানা একটি লিখিত অভিযোগ দায়ের করে আহতের পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে জিবনতলা থানার পুলিশ।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION