দক্ষিণবঙ্গ

পশ্চিমবঙ্গ সরকারের মেমারি ১ ব্লক প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের উদ্যোগে ছাগল তুলে দেওয়া হল

Friday, November 8, 2019

/ by krishaksetu Bangla
সেখ সামসুদ্দিনঃ পশ্চিমবঙ্গ সরকারের মেমারি ১ ব্লক প্রাণী সম্পদ ও বিকাশ দপ্তরের উদ্যোগে ৬১ জন বেনিফিসিয়ারির হাতে পাঁচটি করে ছাগল তুলে দেওয়া হয়। তার আগে ওপেন মঞ্চে ও অডিটোরিয়াম হলে দুই দফায় ছাগল পালন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। সঙ্গে দেওয়া হয় কৃমির ওষধ, রোগ প্রতিশেধক টীকা, দ্রুত গ্রোথের জন্য ওষুধ ও ছাগলের খাদ্য দেওয়া হয়। এছাড়াও বীমাকরণও করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিও বিপুল কুমার মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, প্রাণী সম্পদ ও মৎস দপ্তরের কর্মাধ্যক্ষ রেনুকা মহন্ত, ব্লকের  প্রাণী চিকিৎসক, বিএলডিও  ডাঃ মনোতোষ মন্ডল সহ বিভাগীয় কর্মী ও প্রাণীমিত্রাবৃন্দ। আজ প্রথম দফার সমস্ত ডোজ দিয়ে দেওয়া হয় ও আগামী ৩ মাসের জন্য ওষুধ দিয়ে দেওয়া হয়। এবং কড়া নজরদারি চলবে বলবে সতর্ক করেন বিএলডিও।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION