সেখ সামসুদ্দিন
পূর্ব বর্ধমানের হাটুদেওয়ান উকিলপাড়া যুবক বৃন্দের পরিচালনায় নবী দিবস উদযাপন উপলক্ষে গত সন্ধ্যায় একটি ঐতিহাসিক ইসলামিক জলসা মজলিসের আয়োজন করা হয়। এই জলসায় সভাপতিত্ব করেন বর্ধমান শহর জমিয়তে উলেমায়ে হিন্দের সেক্রেটারী জনাব হজরত মৌলানা মহাসিন কাসেমী সাহেব, প্রধান বক্তা ছিলেন আলিয়া ইউনিভার্সিটি থেকে থিউলজি অনার্স ও মুর্শিদাবাদের সুরুলিয়া মাদ্রাসার উস্তাদে হাদিস জনাব হাফেজ ক্কারী মুফতী মিরাজুল ইসলাম জায়েমী, বিশেষ অতিথি কৈথন মাদ্রাসার শায়খুল হাদিস জনাব হাফেজ মুফতী শায়দুল্লাহ সাহেব ছাড়াও বক্তব্য রাখেন উলেমায়ে কেরাম ও ইমামগণ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই জলসা উপলক্ষে বহুমানুষের সমাগম উদ্যোক্তাদের উৎসাহিত করে।
No comments
Post a Comment