দক্ষিণবঙ্গ

দিল্লী থেকে প্রায় সতেরো শো কিলোমিটার সাইকেলে আট যুবক সম্বর্ধনা দিলেন মেমারি মামুন ন্যাশানাল স্কুল ট্রাস্ট

Thursday, November 14, 2019

/ by krishaksetu Bangla


সেখ সামসুদ্দিন

ভারত আমার দেশ, আমাদের পরম আদরের জন্মভূমি।বৈচিত্রের মধ্যে ঐক্যই হলো আমাদের দেশের অন্যতম শক্তি। শান্তি ও সংহতি রক্ষা করাটাই হলো আমাদের পবিত্র কর্তব্য। এই মহান উদ্দেশ্য নিয়ে ধর্মমত নির্বিশেষে কয়েকজন যুবক সাইকেল র‍্যালি নিয়ে দিল্লী থেকে ১৯ অক্টোবর যাত্রা শুরু করে। কলকাতা পৌঁছাবে ১৪ নভেম্বর। তারা বিভিন্ন রাজ্যের   শহর-গ্রাম ঘুরে গতকাল সন্ধ্যায় মেমারিতে পৌঁছায়। খাঁড়ো যুবক সংঘ ও মেমারি মামুন ন্যাশানাল স্কুল ট্রাস্ট যৌথ উদ্যোগে মেমারি কলেজ অডিটোরিয়াম হলে সর্বধর্ম সভায় তাদের সম্বর্ধনা দেওয়া হয়।

সাইকেল র‍্যালিতে অংশ নেওয়া আট সদস্য হলেন নরেশ চন্দ্র সিং, ফয়জল খাঁ, মণীশ বনশাল, মহঃ জাভেদ মল্লিক, মহঃ চাঁদ, কার্তিক অরোরা, আরমান আক্তার খান ও মহঃ সোয়েব। মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক অধ্যাপক ডঃ আবুল হাসেম মন্ডলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিধায়িকা নার্গিস বেগম, বিজেপি নেতা শঙ্করলাল সাউ,
জাতীয় কংগ্রেস নেতা শ্যামল সরকার ও জাকির হোসেন, মেমারি ১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি  মধুসূদন ভট্টাচার্য, সহ সভাপতি সেখ মোয়াজ্জেম, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, সমাজসেবী এম এম মুন্সী, শিক্ষক বসিরুদ্দিন, ক্লারেট স্কুলের সভাপতি জন সোরেন, মামুন স্কুলের সম্পাদক কাজী মহঃ তহসিন, খাঁড়ো যুবক সংঘের সেখ সবুরউদ্দিন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন সাইকেল র‍্যালির সদস্যরা ঐক্য ও সম্প্রীতি রক্ষার্থে জোড়ালো বার্তা দেন।
                      আরও পড়ুনঃ- কোয়ান্টাম কম্পিউটিং- সম্পর্কে জেনে নিন

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION