দক্ষিণবঙ্গ

পূর্ব বর্ধমান জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে শুরু হল হস্তশিল্প সপ্তাহ উদযাপন

Thursday, November 7, 2019

/ by krishaksetu Bangla

পূর্ব বর্ধমান জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে শুরু হল হস্তশিল্প সপ্তাহ উদযাপন ও জেলাস্তরীয় হস্তশিল্প প্রতিযোগিতা। পূর্ত ভবনে জেলা শিল্প কেন্দ্রের অফিসে ৮ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠানটি চলবে। এদিন অনুষ্ঠান্টির উদ্বোধন করেন জেলাপরিষদের সহকারি সভাধিপতি দেবু টুডু, জেলাশাসক বিজয় ভারতী। উপস্থিতি ছিলেন জেলাপরিষদের কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত, মিঠু মাঝি, জহর বাগদী প্রমুখ। জেলাশিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার অভিজিৎ কর জানিয়েছেন, পূর্ব বর্ধমান জেলার হস্তশিল্পীদের উৎসাহ দান ও হস্তশিল্প সামগ্রীর মান উন্নয়নের উদ্দেশ্যে এই জেলা হস্তশিল্প প্রতিযোগিতা ২০১৯-২০২০ অনুষ্ঠিত হচ্ছে। ৩০ অক্টোবর পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হস্তশিল্পীদের হস্তশিল্প সামগ্রী জমা নেওয়া হয়েছে। প্রায় ২৫০ টি শিল্পকর্ম এই প্রতিযোগিতায় জমা পরেছে। প্রতিযোগিতায় জেলাস্তরে সফল প্রতিযোগীদের শংসাপত্র এবং আর্থিক পুরস্কার দেওয়া হবে। ৪ টি বিভাগের ১ম ২ য় ও বিশেষ স্থান অধিকৃত মোট ১২ টি শিল্প সামগ্রী রাজ্যস্তরীয় প্রতিযোগিতায় পাঠান হবে।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION