প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ২৭ নভেম্ভর
পার্টি অফিসের নির্মান কাজ বন্ধ করেদেওয়া নিয়ে চরমে উঠেছে পূর্ব বর্ধমান জেলাপরিষদ সভাধিপতির সঙ্গে খণ্ডঘোষের তৃণমূল নেতৃত্বের সংঘাত । জেলাশাসককে সঙ্গেনিয়ে মঙ্গলবার সভাধিপতি শম্পা ধারা খণ্ডঘোষে তৃণমূলের পার্টি অফিসের নির্মান বন্ধ করিয়েদিয়েছে বলে অভিযোগ তুলে স্বোচ্চার হয় খণ্ডঘোষের তৃণমূল নেতৃত্ব । তারই প্রতিবাদ স্বরুপ মুখে কিছু না বললেও খণ্ডঘোষ থেকে নির্বাচিত জেলাপরিষদ সভাধিপতির বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষনা করেবসে খণ্ডঘোষেরই সিংহভাগ জনপ্রতিনিধি ।জেলাশাসক বিজয় ভারতী মঙ্গলবার খণ্ডঘোষে প্রশাসনিক সভায় যোগদিলেও তৃণমূলের বিদ্রোহী জনপ্রতিনিধিরা সেই সভায় অনুপস্থিত থাকেন । এই ঘটনার পর ২৪ ঘন্টা কাটতে না কাটতে বুধবার বেলায় খণ্ডঘোষে পৌছে ফের ওই পার্টি অফিসের নির্মান কাজ শুরু করালেন সহ সভাধীপতি দেবু টুডু । এই ঘটনা নিয়ে জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে । জেলা তৃণমূলের কো- অর্ডিনেটর তথা সহ সভাধিপতি দেবু টুডু এদিন বলেন , “সরকারি জায়গায় তৃণমূলের পার্টি অফিস তৈরি হচ্ছে বলে অভিযোগ তুলে আধিকারিক ও জনপ্রতিনিধি নির্মান কাজ বন্ধকরে দিয়েছিল । রাজ্য নেতৃত্বের নির্দেশে এদিন পার্টি অফিস তৈরির কাজ আবার শুরু করা হল । কেউ তৃণমূলের পার্টি অফিস নির্মান কাজ আটকাতে পারবেনা । ” জেলাশাসক বিজয় ভারতী যদিও এদিন বলেন , ‘কোন নির্মান বন্ধ করার জন্য আমি নির্দেশ দিইনি।
প্রশাসন সূত্রে জানাগেছে , মঙ্গলবার খণ্ডঘোষের বিভিন্ন এলাকা ঘোরার সময়ে সভাধিপতি ও জেলাশসক খণ্ডঘোষ প্রথমিক স্বাস্থকেন্দ্রে যান । স্বাস্থকেন্দ্রের এক আধিকারিক তাঁদের কাছে অভিযোগ করেন স্বাস্থকেন্দ্রের জায়গা দখল করে বেআইনি নির্মান হচ্ছে। ওই জায়গা ঘুরে দেখার পর কাজ বন্ধের নির্দেশ দেন জেলা প্রশাসনের শীর্ষ নেতৃত্ব ।
খণ্ডঘোষ ব্লক তৃণমূলের সভাপতি তথা জেলাপরিষদ সদস্য অপার্থিব ইসলাম এবিষয়ে বলেন , বিধায়ক নবিনচন্দ্র বাগ এতদিন যে ঘরে বসে পরিষেবা দিতেন সেই ঘরটি বিক্রি হয়েগেছে । বিধায়ক পরিষেবা দেবেন এমন কোন ঘর এখন নেই । তাই রাস্তার ধারে থাকা পিডাব্লুডির জায়গায় ৬০০ বর্গফুটের ঘর তৈরির সিদ্ধান্ত নেওয়া হয় । অপার্থিব বাবু দাবি করেন ,রাজ্যে বিভিন্ন রাজনৈতিক দলের হাজার হাজার পার্টি অফিস রয়েছে সরকারি জমিতে । তাঁরাই একমাত্র সরকারি জায়গায় তৃণমূলের পার্টি অফিস তৈরি করছেন এমনটা নয় । তাসত্বেও সভাধিপতি ও জেলাশাসক নির্মান কাজ বন্ধ করে দেন । সেই ক্ষোভে খণ্ডঘোষের ১০ টি পঞ্চায়েতের প্রধান , উপপ্রধান ও জনপ্রতিনিধিরা প্রশাসনিক বৈঠকে অনুপস্থিত থেকে প্রতিবাদ জানিয়েছেন । দলের রাজ্য নেতৃত্বের নির্দেশে ফের এদিন থেকে নির্মান কাজ শুরু করেদেওয়া হয়েছে । কেউ কাজ আটকাতে পারবে না ।সভাধিপতি অবশ্য এই বিষয়টি নিয়ে এদিন কোন মন্তব্য করতে চাননি ।
ব্লক তৃণমূল সভাপতি এমনটা জানালেও বিরোধীরা অবশ্য বসে নেই । স্বাস্থকেন্দ্রের জায়গা দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি হচ্ছে বলে জানিয়ে জেলাশাসককে অভিযোগ জানিয়েছে সিপিএম জেলা কমিটির সদস্য বিনোদ ঘোষ । বিজেপির খণ্ডঘোষ ব্লকের পর্যবেক্ষক বিজন ঘোষ বলেন,সরকারি জায়গায় পার্টি অফিস বন্ধ নিয়ে তারা আন্দোলনে নামবেন ।
No comments
Post a Comment