সেখ সামসুদ্দিন
গোপন সূত্রে খবর পেয়ে গভীর রাতে জুয়ার আসরে হানা দিয়ে ১২ জন জুয়াড়িকে গ্রেফতার করল মেমারি থানার পুলিশ। মঙ্গলবার গভীর রাতে পুলিশ মেমারি থানার অন্তর্গত তলচিনি গ্রামের একটি আশ্রম সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।
ধৃতরা স্থানীয় ও বহিরাগত বলে জানা গেছে। পুলিশ সূত্রে খবর দীর্ঘদিন ধরেই ঐ এলাকায় জুয়ার আসর চলছিলো।গোপন সূত্রে খবর পেয়ে হানা দেয় মেমারি থানার পুলিশ। আগামী দিনে ও এই অভিযান চলবে বলেও জানানো হয় পুলিশের পক্ষ হতে। তিনটি মোটরবাইক ও WB42W1842 নম্বরের একটি মারুতি ভ্যান উদ্ধার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে নগদ ১ লক্ষ ৫ হাজার টাকা। ধৃতদের আজ বর্ধমান আদালতে পাঠানো হয়।
No comments
Post a Comment