দক্ষিণবঙ্গ

দিঘায় বাণিজ্য সম্মেলনের আগেই চালু হল পরিবেশবান্ধব বাস

Monday, December 9, 2019

/ by krishaksetu Bangla

 *_তুহিন শুভ্র আগুয়ান; দিঘাঃ_* 
হাতে গোনা আর মাত্র একটা দিন পরেই সৈকত শহর দিঘায় অনুষ্ঠিত হতে চলেছে আন্তর্জাতিক মানের বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন (বিজনেস কনক্লেভ)। আর এই সম্মেলনের আগেই দিঘায় চালু হল অত্যাধুনিক মানের পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস। রাজ্য সরকারের পরিবহন দপ্তরের উদ্যোগে সোমবার সকালে দিঘা স্টেট বাস ডিপো থেকে এই বাস পরিষেবার সূচনা হয়।

এতদিন মূলত এই ধরনের পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস শহর কলকাতাতে চলাচল করতো। কিন্তু যেভাবে কলকাতার পাশাপাশি অন্যান্য জেলাগুলিতেও দূষণের মাত্রা বেড়েই চলেছে তাতে অন্যান্য জেলাগুলিতেও পরিবেশবান্ধব ইলেকট্রিক বাস চালু করার উদ্যোগ নিলো রাজ্য পরিবহন দপ্তর। সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায় এই বাস পরিষেবার সূচনা করেন বেলঘরিয়া ডিভিশনাল ম্যানেজার শুভেন্দু মুখার্জি।

এদিন শুভেন্দুবাবু ছাড়াও উপস্থিত ছিলেন আইএনটিসি সভাপতি রঞ্জন গিরি, সেক্রেটারি বিশ্বজিৎ মন্ডল সহ অন্যান্যরা। সৈকত শহরে  এখন মূলত মোট তিনটি রুটে এই ইলেকট্রিক বাস চলাচল করবে। দিঘা- কাঁথি, দিঘা- এগরা ও তারসারি- মন্দারমণি পর্যন্ত মোট পাঁচটি ইলেকট্রিক বাস চলবে রাস্তায়। এইসব ইলেকট্রিক বাস গুলির ন্যূনতম ভাড়া ধার্য করা হয়েছে ১৫ টাকা।

৩১ সিটের এই সমস্ত ইলেকট্রিক বাসের অনলাইনের মাধ্যমেও বুকিং ব্যবস্থা থাকছে। দিঘায় এই ইলেকট্রিক বাস চালু করার পরিকল্পনা বহুদিন আগে থেকেই চলছিল। গত আগস্ট মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘা সফরে এসেও এই বাস চালু করার কথা দিয়েছিলেন। আর তাই মুখ্যমন্ত্রী আসার ঠিক আগের মুহূর্তে দিঘায় চালু হল এই অত্যাধুনিক পরিবেশবান্ধব বাস পরিষেবা।
ইলেকট্রিক বাস চলার কথা মাথায় রেখে দিঘাতে তৈরি করা হয়েছে বিশেষ চার্জিং স্টেশনেরও। এই সমস্ত বাসগুলি একবার চার্জ করার পরে প্রায় ১০০ কিলোমিটার পর্যন্ত পরিষেবা দিতে পারবে। সোমবার বাস পরিষেবা সূচনা করার পর বেলঘরিয়া ডিভিশনাল ম্যানেজার শুভেন্দু মুখার্জি বলেন, "মূলত দূষণের কথা মাথায় রেখে এই বাস রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে। সৈকত শহরে আস্তে আস্তে আগামী দিনে আরও এই পরিবেশবান্ধব বাসের সংখ্যা বাড়বে।"

সব মিলিয়ে এখন একদিকে যেমন বাণিজ্য সম্মেলনের সাজো সাজো রব তেমনই অপরদিকে পরিবেশবান্ধব বাসের সূচনা এখন খুশি দিঘার পর্যটকসহ স্থানীয়রা।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION