প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান ১০ ভিসেম্বর
কেন্দ্রের বিজেপি সরকার এনআরসি লাগু করলে দেশ ছাড়া হতে হবে । এই আতঙ্কে বিজেপির সঙ্গ ত্যাগ করে তৃণমূলে যোগ দিলেন পাঁচ শতাধিক বিজেপি কর্মী ও সমর্থক । পূর্ব বর্ধমানের জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহেমুদ খান মঙ্গলবার দলত্যাগী বিজেপি নেতা ও কর্মীদের আনুষ্ঠানিক ভাবে তৃণমূলে যোগদান করান । এনআরসি আতঙ্কে বিজেপি শিবিরে ভাঙন শুরু হওয়ায় উৎফুল্ল তৃণমূল নেতৃত্ব ।
মেহেমুদ খান এদিন বলেন, দেশ জুড়ে এনআরসি লাগু করা হবে এই হুংকার অনেকদিন আগেথেকেই দিয়ে আসছেন কেন্দ্রের মোদি ব্রিগেডের অন্যতম সেনাপতি অমিত সাহ । বঙ্গ বিজেপির নেতারাও একই হুংকার ছাড়তে শুরু করায় সাধারণের মধ্যে দেশছাড়া হবার আতঙ্ক ছড়াতে শুরু করে । এই রাজ্যে এনআরসি চালু করতে দেওয়া হবেনা বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন থেকেই বলে চলেছেন ।
কিন্তু আতঙ্ক পিছু তাড়া করে বেড়াচ্ছে সাধারণ নাগরিকদের। সম্প্রতি এনআরসি আতঙ্কে অসুস্থ হয়ে পড়ে মারাযান জামালপুর ব্লকের জৌগ্রাম পঞ্চায়েতের টেঙ্গাবেড়িয়া নিবাসী কমল ঘোষ নামে এক ব্যক্তি। এই ঘটনা জামালপুরের সাধারন বিজেপি কর্মী ও সমর্থক মহলেও উদবেগ বাড়াতে শুরু করে ।তখন থেকেই বিজেপির প্রতি মোহভঙ্গ ঘটতে শুরু করে জৌগ্রাম সহ জামালপুরের অন্যান অংশের বিজেপি কর্মী ও সমর্থকদের ।কেন্দ্রের সরকার গত সোমবার লোকসভায় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল পাশ করিয়েনেবার পর ক্ষোভের আগুনে ঘৃতাহুতি পড়ে ।
তারই ফলশ্রুতি হিসাবে এদিনে পাঁচ শতাধীক বিজেপি কর্মী ও সমর্থক তৃণমূলে যোগদান করেছেন বলে মেহেমুদ খান জানিয়েছেন । তিনি জানান , যোগদানকারীদের মধ্যে রয়েছেন পাঁচড়া ও পাড়াতল অঞ্চলের দুজন বিজেপির বুথ প্রমুখ ।মেহেমুদ খান বলেন ,শুধু বিজেপির লোকজনই নয় । মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন কর্মযোগ্যে সামিল হতে এদিন জামালপুরের আড়াশুলের সিপিএম কার্যকর্তা বিজয় মাঝিও স্বদলবলে তৃণমূলে যোগদিয়েছেন ।
তৃণমূলে যোগদান করে এদিন দুই বিজেপি বুথ প্রমুখ রামপদ মাণ্ডি ও জয়ন্ত মালিক বলেন, এনআরসি লাগু করে বিজেপি এই দেশের বাসিন্দাদেরই দেশছাড়া করতে চাইছে ।একমাত্র তৃণমূল নেত্রী এনআরসির বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাচ্ছেন । রামপদ মাণ্ডি বলেন ,দেশছাড়া না হবার জন্য যেসব নথিপত্র দাখিল করতে হবে বলে বালা হচ্ছে তা গ্রাম বাংলার অনেক মানুষজনের কাছেই নেই ।
দেশ ছাড়া যাতে না হতে হয় তার জন্য মমতা বন্দ্যোপাধ্যেয় উপর ভরসা রেখে তাঁরা দলের অন্য কর্মী ও সমর্থকদের নিয়ে এদিন তৃণমূলে যোগদান করলেন বলে জয়ন্ত মালিক ও রামপদ মাণ্ডি মন্তব্য করেছেন ।
এই প্রসঙ্গে জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দী বলেন , ‘কিছু স্বার্থন্বেষী বিজেপি ছেড়ে তৃণমূলে যেতে পারে । তাতে বিজেপির কিছু যায় আসেনা । জামালপুরে বিজেপি দল যথেষ্টই শক্তিশালী রয়েছে । রাজনৈতিক ফায়দা লুঠতে তৃণমূল এনআরসি নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে । আগামী দিন এর বিরোধীতায় বিজেপি পথে নামবে ।
No comments
Post a Comment