দক্ষিণবঙ্গ

কলকাতা পুরসভার 131 নম্বর ওয়ার্ডে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা শুনলে আপনি চমকে উঠবেন

Tuesday, December 10, 2019

/ by krishaksetu Bangla

প্রতিনিধি পিয়ালী নষ্কর
কলকাতা পুরসভার 131 নম্বর ওয়ার্ডে এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এই ওয়ার্ডে দীর্ঘদিন কাউন্সিলরের অনুপস্থিতিতে ডেঙ্গুর বিরুদ্ধে সঠিক পদক্ষেপ না হওয়ায় তা আরও বৃদ্ধি পেয়েছে, প্রাণ গেছে বেশকিছু আক্রান্তের। ইতিমধ্যেই মেয়র পারিষদ তথা ডেপুটি মেয়র অতীন ঘোষ এই ওয়ার্ডে পরিদর্শনে এসেছিলেন।

আজ তারই নেতৃত্বে পুরসভার কর্মীরা মশার লার্ভা ধ্বংসের জন্য যে সমস্ত অঞ্চলে পৌঁছানো যাচ্ছিল না সেখানে পুরসভার মশার লার্ভা ধ্বংস নতুন অস্ত্র বিনাশ ড্রোনের সাহায্যে মশার লার্ভা ধ্বংসের রাসায়নিক ছেটানো হলো 131 নম্বর ওয়ার্ডের বেশ কয়েকটি জায়গায়। ডেপুটি মেয়র অতীন ঘোষ এর সঙ্গে ছিলেন অনুপস্থিত কাউন্সিলর শোভন চট্টোপাধ্যায়ের স্ত্রী রত্না চট্টোপাধ্যায়, পুরসভার বেশ কয়েকজন আধিকারিক।

পুরসভার এই উদ্যোগে স্থানীয় মানুষজন যথেষ্ট খুশি তাদের ধারণা এর ফলে কমবে মশার উপদ্রব এবং ডেঙ্গু প্রাদুর্ভাব। অতীন ঘোষ জানান পুরসভার পক্ষ থেকে মশার লার্ভা ধ্বংসের ড্রোনের ব্যবহার এই প্রথম। আগামী দিনে যে সমস্ত ওয়ার্ডে মশার লার্ভা ধ্বংসের জন্য কর্মীরা পৌঁছাতে পারছেন না সেইখানে এই ড্রোন বিনাশ কে বলো কাজে লাগিয়ে ডেঙ্গুর মোকাবিলা করা হবে।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION