দক্ষিণবঙ্গ

Nrc ও cab এর বিরোধিতায় পর্ণশ্রী 131 নাম্বার ওয়ার্ডে সভা

Monday, December 16, 2019

/ by krishaksetu Bangla

Nrc ও cab এর বিরোধিতায় এবার আজ বেহালা পর্ণশ্রী 131 নাম্বার ওয়ার্ডে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভার মূল অথিতি মেয়র ফিরহাদ হাকিম, সংসদ শুভাশিস চক্রবর্তী,ও রত্না চ্যাটার্জি। ফিরহাদ হাকিম যেমন টা বলেন দেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি করছে।
আগে এ নোট বন্দি করে অন্ধকারে পাঠিয়েছে, যেখানে বাংলাদেশ এর টাকার ভেলু আমাদের টাকার সমান হয়েগেছে। সব ছোট বেবস্য বন্ধ হয়ে গেছে। এই পরিস্থিতিতে লাভ হলো বড়ো লোকদের। সাধারণ মানুষের হাতে টাকা নেই ,তাই অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে। ধর্ম ভেদাভেদের মধ্যে নিয়ে গেছে ভারত বর্ষ তে। প্রথমে nrc তারপর আবার cab। মানুষ ভয় পাচ্ছে ,কিন্তু বাংলা তে nrc হবেনা cab হবেনা।
এই সরকার ভারত বর্ষ কে লন্ডভন্ড করে দেবে। এই সরকারের কোনো নীতি নেই।  শুধু মানুষ কে হিন্দু মুসলিম এ ভাগ করে দিয়েছে, মানুষ খেতে পারছেনা ,অর্থনীতির ভেঙে পড়েছে। ভারত বর্ষ কে বাংলা পথ দেখাচ্ছে। আমরা ভারতীয় ,বাংলার কথা আমরা বলবো। আজ বাংলার অর্থনীতি ঠিক আছে,আমরা মিলে মিশে ভালো আছি।

এই প্রতিবাদ সবাই কে করতে হবে, nrc cab করতে দেওয়া যাবেনা। এখানে হিন্দু মুসলিম মিলে বিরোধিতা করতে হবে।  সারা ভারত বর্ষের বিরোধীরা মমতা ব্যানার্জি দিকে তাকিয়ে।


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION