ক্যাবের প্রতিবাদে অগ্নিগর্ভ অসম এর গুয়াহাটি সহ বিভিন্ন অঞ্চল। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গুয়াহাটি শহরে কারফিউ জারি করে প্রশাসন।
বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন অসম পুলিশের ডিজি জ্যোতি মহন্ত।
সূত্রের খবর, ১০ হাজারেরও বেশি ছাত্র রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। অসম চুক্তির আগের ছ’বছর টানা এমন বিক্ষোভ দেখেছিল রাজ্য।
Assam: Security in Guwahati, following protest against #CitizenshipAmendmentBill2019 today. Curfew has been imposed in Guwahati since 6:15 pm today. pic.twitter.com/Xev7Z9bCVc— ANI (@ANI) December 11, 2019
বিতর্কিত ক্যাবের প্রতিবাদে অগ্নিগর্ভ অসম এর পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিন সন্ধ্যা সাতটা থেকে ২৪ ঘণ্টার জন্য ১০ জেলায় ইন্টারনেট পরিষেবা বাতিল করেছে প্রশাসন। শুধু তাই নয়, বিক্ষোভ নিয়ন্ত্রণে অসম সরকার সেনা চেয়েছে বলে খবর।
অসমের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা। তারা সিটিজেনশিপ অ্যামান্ডমেন্ট বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছে।
এই বিলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্থান থেকে এদেশে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্শি ও খ্রিস্টান মানুষকে নাগরিকত্বের অধিকার দেওয়া হয়েছে।
Assam: Bus torched by protesters, near Janta Bhawan in Dispur, against #CitizenshipAmendmentBill2019 pic.twitter.com/yUAkYPjWtk— ANI (@ANI) December 11, 2019
এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে ছাত্ররা। তাঁদের বক্তব্য, এভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া হলে রাজ্যের বাসিন্দাদের সুযোগ কমে যাবে। যার ফলে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন শুরু করেছে তারা।
No comments
Post a Comment