দক্ষিণবঙ্গ

NRC,CAB প্রতিবাদে অগ্নিগর্ভ,কারফিউ জারি-ইন্টারনেট পরিষেবা বন্ধ

Wednesday, December 11, 2019

/ by krishaksetu Bangla

ক্যাবের প্রতিবাদে অগ্নিগর্ভ অসম এর গুয়াহাটি সহ বিভিন্ন অঞ্চল। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বুধবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে গুয়াহাটি শহরে কারফিউ জারি করে প্রশাসন।
বৃহস্পতিবার সকাল সাতটা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে বলে সংবাদ সংস্থাকে জানিয়েছেন অসম পুলিশের ডিজি জ্যোতি মহন্ত।
সূত্রের খবর, ১০ হাজারেরও বেশি ছাত্র রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেছে। অসম চুক্তির আগের ছ’বছর টানা এমন বিক্ষোভ দেখেছিল রাজ্য।
বিতর্কিত ক্যাবের প্রতিবাদে অগ্নিগর্ভ অসম এর পরিস্থিতি নিয়ন্ত্রণে এদিন সন্ধ্যা সাতটা থেকে ২৪ ঘণ্টার জন্য ১০ জেলায় ইন্টারনেট পরিষেবা বাতিল করেছে প্রশাসন। শুধু তাই নয়, বিক্ষোভ নিয়ন্ত্রণে অসম সরকার সেনা চেয়েছে বলে খবর।
অসমের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ দেখাচ্ছে ছাত্ররা। তারা  সিটিজেনশিপ অ্যামান্ডমেন্ট বিল প্রত্যাহারের দাবি জানাচ্ছে।
এই বিলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্থান থেকে এদেশে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্শি ও খ্রিস্টান মানুষকে নাগরিকত্বের অধিকার দেওয়া হয়েছে।
এর বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়েছে ছাত্ররা। তাঁদের বক্তব্য, এভাবে অবৈধ অনুপ্রবেশকারীদের নাগরিকত্ব দেওয়া হলে রাজ্যের বাসিন্দাদের সুযোগ কমে যাবে। যার ফলে রাজ্য জুড়ে তীব্র আন্দোলন শুরু করেছে তারা।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION