দক্ষিণবঙ্গ

বজবজে কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে পদযাত্রা এনআরসি বিরুদ্ধে ,জেনে নিন আরও দাবি গুলো ??

Sunday, December 8, 2019

/ by krishaksetu Bangla
durgapur long march cmip 2020
কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং ফেডারেশন সমূহের ডাকে আজ বজবজের নিউ সেন্ট্রাল জুট মিল থেকে জিনজিরা বাজার পর্যন্ত কংগ্রেস এবং সিপিএম যৌথভাবে পদযাত্রার আয়োজন করেছিল।

এই পদযাত্রার মূল উদ্দেশ্য ছিল ৮ ই জানুয়ারি ২০২০ সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তার স্বপক্ষে এবং এনআরসি বাতিল,সরকারি সংস্থা কে বাঁচাতে, ন্যূনতম মজুরি ও পেনশনের দাবিসহ বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আজ কয়েক হাজার কর্মীসমর্থককে নিয়ে এই মিছিলটি করা হলো

এই মিছিলের প্রধান বক্তা ছিলেন বামফ্রন্ট নেতা সূর্যকান্ত মিশ্র।এছাড়াও কংগ্রেস ও cpim এর স্থানীয় নেতা নেত্রী বিন্দ।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION