প্রদীপ চট্টোপাধ্যায়
হায়দরাবাদে মহিলা পশু চিকিৎসককে ধর্ষণ করে হত্যার ঘটনা নিয়ে দেশ জুড়ে জারি রয়েছে প্রতিবাদ । পৈশাচিক হত্যার ঘটনা সামনে আসার পর প্ল্যাকার্ড হাতে দিল্লিতে সংসদের সামনে একাই ধর্ণায় বসেছিল অনু দুবে নামে এক তরুণী । হায়দরাবাদ কাণ্ডনিয়ে একই রকম কায়দায় অভিরুপ সিং নামে এক যুবক মঙ্গলবার সকালে বর্ধমান শহরের প্রাণকেন্দ্র কার্জনগেট চত্ত্বরে ধর্ণায় বসে । অনু দুবেকে দিল্লি পুলিশ যেমন সরিয়ে দিয়েছিল তেমনই বর্ধমান পুলিশও এদিন কার্জগেট চত্তর থেকে অভিরুপকে সরিয়েদেয়। যুবক যদিও জানিয়েছে , মহিলা পশু চিকিৎসককে ধর্ষন করে হত্যার ঘটনায় অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি নিয়ে সে আগামী দিনেও স্বোচ্চার থাকবে । অভিরুপ সিং এর বাড়ি বর্ধমানের ইছলাবাদে ।সদ্য দ্বাদশ শ্রেণী উত্তীর্ণ এই যুবক দাবি করেছে , নোটবাতিল কিংবা কাশ্মীরে ৩৭০ ধারার বিলোপ ঘটানোর সিদ্ধান্ত রাতারাতি নেওয়া হল। তাহলে ধর্ষণে অভিযুক্তদের সাজা দিতে এত দেরি হয় কেন? যুবকের দাবি দীর্ঘ বিচার প্রক্রিয়ার মাধ্যমে ধর্ষণের ঘটনায় দোষীদের বা অপরাধীদের শাস্তি নয়।তিনি চান ধর্ণের ঘটনায় দোষীদেরও রাতারাতি শাস্তি দেবার আইন চালু করুক সরকার । হায়দ্রাবাদে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের বিচার প্রক্রিয়া চটজলদি সম্পন্ন করে ফাঁসি হোক এমনটাই দাবি করেছেন অভিরুপ ।
No comments
Post a Comment