প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ৩ ডিসেম্বর
পুলিশ সূত্রে জানাগেছে , ধৃত ওই ট্রাক চালকের নাম আবুল সেখ । তার বাড়ি মঙ্গলকোটের কুলসোনা গ্রামে । মুর্শিদাবাদ থেকে সিমেন্ট লোড করে আবুল সেখ ট্রাক নিয়ে দুর্গাপুর যাবার পথে নক্কারজনক এমন আপরাধের ঘটনা ঘটায় । যৌন নির্যাতন চালানোর উদ্দেশ্যেই আবুল সেখ রাতের অন্ধকারে তাঁর ট্রাকের কেবিনে মহিলাকে তুলেনিয়েছিল বলে সন্দেহ করছে পুলিশ । সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে মঙ্গলবার ধৃতকে পেশ করাহয় বর্ধমান আদালতে । একই সঙ্গে মানসিক ভারসাম্যহীন মহিলাকেও পুলিশ এদিন আদালতে হাজির করে । ধৃতকে বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে আগামী ১৭ ডিসম্বর পুনরায় আদালতে পেশের নির্দশ দিয়েছেন বিচারক ।
খবর পেয়ে গুসকরা ফাঁড়ির ইনচার্য অরুণ সোম অন্য পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌছান । পুলিশ ট্রাকটির পিছু ধাওয়া করা শুরু করে । বেশ কিছুটা পথ এগিয়ে গিয়ে গুসকরা মানকর রোডের অভিরামপুরের কাছে পুলিশ সিমেন্ট বোঝাই ট্রাকটির পথ আটকায় ।ট্রাকের কেবিন থেকে মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করার পাশাপাশি পুলিশ ট্রাকের চালক আবুল সেখ কে গ্রেফতার করে ।সিভিক ভল্যান্টিয়ার বাধা দেওয়া সত্ত্বেও আবুল সেখ কেন মানসিক ভারসাম্যহীন মহিলাকে ট্রাকের কেবিনে তুলেনিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে গুসকরা ফাঁড়ির পুলিশ কর্তারা জানিয়েছেন ।
No comments
Post a Comment