দক্ষিণবঙ্গ

হায়দরাবাদের ঘটনার পুনরাবৃত্তি ঘটার আগেই পুলিশের হাতে গ্রেফতার কন্টেনার চালক । উদ্ধার মানসিক ভারসাম্যহীন মহিলা

Thursday, December 5, 2019

/ by krishaksetu Bangla

track-driver-arrested-Bardhaman-District-Police-Rescue-woman-mental-imbalances

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ৩  ডিসেম্বর 
হায়দরাবাদে  মহিলা পশু চিকিৎসককে  ধর্ষণ করে পুড়িয়ে মারার ঘটনা নিয়ে  উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ। এই রাজ্যে এমন ঘটনা যাতে না  ঘটে তারজন্য  নবান্নের নির্দেশে সক্রীয়তা বাড়ায় রাজ্য পুলিশ। আর পুলিশ সতর্ক থাকাতেই হায়দরাবাদের  মতো ঘটনার পুনরাবৃত্তি  ঘটানোর আগেই পূর্ব বর্ধমানের গুসকরায় ধরা পড়লো এক ট্রাক  চালক।  রক্ষা পেয়েছেন মানসিক ভারসাম্যহীন এক মহিলা । এই ঘটনা জানাজানি হতেই  জেলার  বাসিন্দা মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । 
track-driver-arrested-Bardhaman-District-Police-Rescue-woman-mental-imbalances
পুলিশ সূত্রে জানাগেছে , ধৃত ওই ট্রাক  চালকের নাম আবুল সেখ । তার বাড়ি  মঙ্গলকোটের কুলসোনা গ্রামে । মুর্শিদাবাদ থেকে সিমেন্ট  লোড করে আবুল সেখ ট্রাক  নিয়ে  দুর্গাপুর  যাবার পথে নক্কারজনক  এমন আপরাধের  ঘটনা ঘটায় । যৌন নির্যাতন চালানোর উদ্দেশ্যেই আবুল সেখ রাতের অন্ধকারে তাঁর ট্রাকের কেবিনে মহিলাকে তুলেনিয়েছিল বলে সন্দেহ করছে পুলিশ । সুনির্দিষ্ট ধারায়  মামলা রুজু করে  মঙ্গলবার ধৃতকে পেশ করাহয়  বর্ধমান আদালতে । একই সঙ্গে মানসিক ভারসাম্যহীন মহিলাকেও পুলিশ এদিন আদালতে হাজির করে ।  ধৃতকে  বিচারবিভাগীয় হেপাজতে পাঠিয়ে আগামী ১৭ ডিসম্বর পুনরায়  আদালতে পেশের নির্দশ দিয়েছেন বিচারক । 
track-driver-arrested-Bardhaman-District-Police-Rescue-woman-mental-imbalances
পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়  জানিয়েছেন , সোমবার রাত প্রায়  সাড়ে ১২ টা নাগাদ গুসকরা মারকর রোডের শিরিষতলা এলাকায়  ডিউটি করছিল সিভিক ভল্যান্টিয়ার  বিকাশ গড়াই । তখন সে দেখে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে জোর করে ট্রাকের  কেবিনে তুলে নিচ্ছে চালক । এই ঘটনা দেখার পরেই ট্রাকের  কাছে ছুটে গিয়ে সিভিক ভল্যান্টিয়ার বাধাদেয় । তাসত্ত্বেও  বেপরোয়া ট্রাক  চালক সিভিক ভল্যান্টিয়ার বিকাশ গড়াইকে ধাক্কা মেরে সরিয়েদিয়ে  মহিলাকে ট্রাকের  কেবিনে তুলেনিয়ে পালাতে শুরু করে ।  তৎক্ষণাৎ  বিয়ষটি  মোবাইল ভ্যানে থাকা পুলিশ আধিকারিককে  জানায়  সিভিক ভল্যান্টিয়ার ।
খবর পেয়ে গুসকরা ফাঁড়ির ইনচার্য অরুণ সোম অন্য পুলিশ কর্মীদের নিয়ে ঘটনাস্থলে পৌছান ।  পুলিশ  ট্রাকটির  পিছু ধাওয়া করা শুরু করে । বেশ কিছুটা পথ এগিয়ে গিয়ে গুসকরা মানকর রোডের অভিরামপুরের  কাছে পুলিশ সিমেন্ট বোঝাই ট্রাকটির পথ আটকায় ।ট্রাকের  কেবিন থেকে মানসিক ভারসাম্যহীন মহিলাকে উদ্ধার করার পাশাপাশি পুলিশ ট্রাকের  চালক আবুল সেখ  কে গ্রেফতার করে ।সিভিক ভল্যান্টিয়ার বাধা দেওয়া সত্ত্বেও  আবুল সেখ কেন মানসিক ভারসাম্যহীন মহিলাকে ট্রাকের  কেবিনে তুলেনিয়ে যাচ্ছিল তা খতিয়ে দেখা হচ্ছে বলে গুসকরা ফাঁড়ির পুলিশ কর্তারা জানিয়েছেন । 


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION