দক্ষিণবঙ্গ

অসুস্থ শিশুর চিকিৎসার ভার নিল বাঁকুড়া জেলা প্রশাসন

Tuesday, January 7, 2020

/ by krishaksetu Bangla


ইন্দ্রানী সেন,বাঁকুড়া

এক অসহায় শিশুর চিকিৎসার ভার নিল বাঁকুড়া জেলা প্রশাসন । বাঁকুড়ার সিমলাপালের ঐ অসুস্থ শিশুর পিতা তাঁর ছেলের দুরারোগ্য চিকিৎসার জন্য জেলা প্রশাসনের কাছে লিখিত আবেদন জানান। সোমবার সমস্ত দিক বিচার করে সাহায্যের জন্য সাড়াদেন জেলাশাসক ডাঃ উমাশঙ্কর এস।

জেলাশাসক বলেন, " সিমলাপালের ঐ শিশুটির বোনম্যারো পরিবর্তন করার প্রয়োজন। যাঁর জন্য প্রচুর অর্থের প্রয়োজন"। সরকারি সাহায্যের জন্য তিনি স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন পাঠাবেন। সাথে সাথেই অনান্য আনুসঙ্গিক সরকারি সুযোগ যাতে পান তাঁর ব্যবস্থা করবেন বলে এদিন সাংবাদিকের জানিয়েছেন তিনি। জেলাশাসকের এই ধরনের উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন জেলাবাসী।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION