দক্ষিণবঙ্গ

চোলাই ভাটিখানা উচ্ছেদ করতে যাওয়া গ্রামবাসীদের পেটালো চোলাই কারবারীরা

Sunday, January 5, 2020

/ by krishaksetu Bangla

প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ৪ জানুয়ারী 

চোলাই মদের করবারের রমরমা বাড়ায় নষ্ট হয়েছে গ্রামের পরিবেশ ।গ্রামবাসীদের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে  চোলাই মদের দুর্গন্ধে । চোলাই কারবারীদের দৌরাত্বেরও শিকার হচ্ছে স্কুল পড়ুয়া থেকে সাধারণ  মানুষ। প্রশাসন বারবার অভিযান চালিয়েও পূর্ব বর্ধমানের  মেমাারি থানার ভৈটা  গ্রামে চোলাই মদের কারবার বন্ধ করতে  ব্যর্থ হয় । চোলাই মদের কারবার বন্ধ না হওয়ায় এলাকার  বাসিন্দা মহলে ক্ষোভ বিক্ষোভ  মারাত্মক পর্যায়ে পৌছেচে । যার জেরে শুক্রবার থেকে উত্তপ্ত হয়ে রয়েছে  ভৈটা গ্রাম । 


আবগারি দফতরের  দুই কর্মী শুক্রবার ভৈটা গ্রামে অভিযানে গিয়ে কোন মদ কারবারীকে  গ্রেফতার করতে পারেন না । তারই প্রতিবাদে তাঁদের ঘেরাও করে  বিক্ষোভ দেখান ক্ষুব্ধ গ্রামবাসীরা ।এরপর  শনিবার গ্রামবাসী ও স্বয়ম্ভর গোষ্ঠীর  মহিলারা একযোগে  এলাকার ভাটিখানা উচ্ছেদ অভিযানে নামেন। বেপরোয়া চোলাই কারবাবারীরাও পাল্টা তাঁদের উপর চড়াও হয় । সংঘর্ষের পরিস্থিতি তৈরি হবার খবর পেয়ে মেমারি থানার বিশাল পুলিশ বাহিনী ভৈটা গ্রামে পৌছায় ।পুলিশ  দেখেই পালায়  চোলাই মদের কারবারীরা । এরপরেই  ভৈটা গ্রামের আদিবাসী পাড়া ও দাসপাড়ায় থাকা একাধিক চোলাই মদের  ভাটিখানা ভেঙেদিয়ে পুলিশ প্রচুর পরিমান কাঁচা মদ (পচাই )নষ্ট করেদেয় । ভৈটা  গ্রামে চোলাই মদের কারবার বন্ধে কড়া ব্যবস্থা নেবার আশ্বাস পুলিশ কর্তারা দিলে এদিনের মত ক্ষোভ বিক্ষোভ  মিটেযায় । 
 

ভৈটা গ্রামের বাসিন্দা মালতি বাগ , অজয় মুর্মু প্রমুখরা বলেন , তাঁদের  গ্রামে দুটি আইসিডিস সেন্টার ও একটি হাই স্কুল রয়েছে ।চোলাই মদের দুর্গন্ধে এলাকার মানুষের জীবন ওষ্ঠাগত হয়ে উঠেছে । চোলাই মদ লুকিয়ে রাখার  ডেরা  হিসাবে এখন আইসিডিস সেন্টারকে জোরপূর্বক ব্যবহার করছে  চোলাই কারবারীরা । ওই মদের দুর্গন্ধে আইসিডিএস  সেন্টারে যেতে চাইছে না ছোট ছোট পড়ুয়ারা । একই কারণে  স্থানীয় হাই স্কুলের হাজার খানেক  পড়ুয়াও দুর্ভোগের শিকার হচ্ছে । মালতি বাগ বলেন ,এলাকার পুরুষরা মদের নেশায় আশক্ত হয়ে পড়ে সর্বসান্ত  হচ্ছে । মদ্যপ স্বামীদের হাতে নিত্যদিন নিগৃহীত হতেহচ্ছে  পরিবারের বধূদের ।

সম্প্রতি  মদের ঘোরে পুকুরের জলে পড়েগিয়ে দুই ব্যক্তির  মৃত্যুও হয়েছে । এতকিছুর পরেও  চোলাই মদের কারবার বন্ধের কথা বলা হলে উল্টে চোলাই কারবারীরা প্রতিবাদীদের উপর হামলা চালাচ্ছে । আবগারি দফতর মাঝেমধ্যে লোকদেখানো অভিযান চালিয়ে চলেযায় । প্রশাসনের তৎপরতায়  প্রতিবেশী পুতুণ্ডা , খারগ্রাম , পালসিট  প্রতিবেশী গ্রামে  চোলাই মদের  কারবার বন্ধ হলেও   ভৈটা গ্রামে  চোলাই কারবার  বন্ধ হচ্ছেনা  ।

 জেলা আবগারি দফতরের সুপারিন্টেনডেন্ট  তপনকুমার মাইতি বলেন, “ ভৈটার দাস পাড়া-সহ কয়েকটি পাড়ায় অভিযান হামেশাই চালান হয় । শুক্রবার অভিযানে যাওয়া আবগারি দফতরের দুই কর্মীকে  গ্রামবাসীরা ঘেরাও করে রাখেন । পুলিশ তাঁদের উদ্ধার করে। এমন ব্যবহার  প্রত্যাশিত নয় ।ওই এলাকায়  আগামীদিনে অভিযান আরো জোরদার করা হবে । মেমারি থানার এক পুলিশ অফিসার বলেন , ওই এলাকায়  চোলাই মদ কারবারীদের চিহ্নিত করে কড়া আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । 
The who went to evacuate the Cholai brewery are drunk

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION