দক্ষিণবঙ্গ

জেএনইউ এর ঘটনার প্রতিবাদে স্বোচ্চার হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও অধ্যাপকরা

Tuesday, January 7, 2020

/ by krishaksetu Bangla
students-professors-Burdwan-University-protest-JNU incident

প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান 

মুখ ঢাকা দিয়ে জেনএনইউ তে ঢুকে দুস্কৃতীদের  তান্ডব চালানোর ঘটনার  প্রতিবাদে  স্বোচ্চার হল  বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও ছাত্র ছাত্রীরা  সোমবার বর্ধমান বিশ্ববিদ্যালয়ের গোলাপবাগ ক্যাম্পাস থেকে শুরু হয়  ধিক্কার মিছিল।বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক,গবেষক,ছাত্র-ছাত্রী ও আধিকারিকরা এদিনের  ধিক্কার মিছিল পা মেলান ।রবিবার জেএনইউ তে যে তাণ্ডব চালানোর ঘটনা ঘটেছে তার নিন্দা করে লেখা নানা পোস্টার ও  ব্যানার সঙ্গেনিয়ে ধিক্কার  মিছিল সংঘটিত হয় ।
students-professors-Burdwan-University-protest-JNU incident
গোলাপবাগ ক্যাম্পাস ঘুরে হিউম্যানেটিজ বিল্ডিংয়ের কাছে পৌছে শেষ হয় মিছিল ।তৃণমূল কংগ্রেস ও  বিভিন্ন  বামপন্থী সংগঠনের পক্ষ থেকেও এদিন  পূর্ব বর্ধমানের  মেমারি , রায়না সহ জেলার বিভিন্ন প্রান্তে  জেএনইউ এর ঘটনার প্রতিবাদে ধিক্কার মিছিল বের করা হয় । রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের নেতত্বে   বর্ধমান শহরে হয় ধিক্কার  মিছিল ও  সভা । গ্রামের বহু সাধারণ মহিলা এই দুই দলের  ধিক্কার  মিছিলে পা মেলান। 
students-professors-Burdwan-University-protest-JNU incident

ছাত্র ছাত্রীদের সাথেই এদিনের বিক্কার মিছিলে পা মিলিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির গবেষক  সাদ্দাম হোসেন মন্ডল, ইংরাজি বিভাগের আফ্রোজ জাহান, স্নেহা প্রসাদ সহ আরও অনেকেই। এনারা সবাই  বলেন, ‘জেএনইউ তে রবিবার যে  ঘটনা ঘটেছে তার  তীব্র নিন্দা করেন । একই সঙ্গে বলেন এই ঘটনার কথা জেনে  আমরা আতঙ্কিত । শিক্ষাঙ্গনে এমন ঘটনা কোন ভাবেই  মানা যায়না’।  বিশ্ববিদ্যালয়ের ইংরাজি বিভাগে অধ্যাপক অংশুমান কর বলেন, ‘রাতের অন্ধকারে মুখ   ঢেকে যারা জেএনইউ  তে তাণ্ডব চালালো  তারাই   আসলে ভীত। তবে ভয় দেখিয়ে তান্ডব চালিয়ে স্বাধীন চিন্তা ও প্রতিবাদী কন্ঠ কে কোনভাবেই রুদ্ধ করা যাবে না। প্রতিবাদ আগামীদিনে আরো জোরদার হবে ।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION