দক্ষিণবঙ্গ

জুয়া ও লেটো গানের আশর বন্ধ করতে গিয়ে মন্তেশ্বরে আক্রান্ত তিনপুলিশ

Thursday, February 27, 2020

/ by krishaksetu Bangla

বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- জুয়া ও লেটো গানের আশর বন্ধ করতে গিয়ে জুয়াড়ি এবং গ্রামবাসীদের হাতে আক্রান্ত হল পুলিশ ।বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুটশুড়ি  পঞ্চায়েতের মথুরা  গ্রামে । জুয়াড়ি ও গ্রামবাসীদের যৌথ আক্রমনে জখম হয়েছেন
মন্তেশ্বর থানার দুই পুলিশ অফিসার ও এক সিভিক ভল্যান্ডিয়ার । রাতেই  জখম পুলিশ অফিসার প্রশান্ত পরামানিক ,ইদ্রিশ আলি সেখ  ও সিভিক ভল্যান্টিয়ার সেখ  মোস্তফাকে উদ্ধার করে বর্ধমানের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করা হয়।শারীরিক অবস্থা সংকটজনক থাকায় পুলিশ অফিসার প্রশান্ত পরামানিক কে স্থানান্তর করা হয় কলকাতার হাসপাতালে । এই ঘটনার পরেই শুরু হয়েছে ধরপাকড়  অভিযান ।

জেলা পুলিশ সুপার ভাস্কর  মুখোপাধ্যায়  জানিয়েছেন ,‘হামলার ঘটনার পরেই  বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌছায় । গ্রেফতার করা হয়েছে পুলিশ কর্মীদের মারধোর করে জখম করার ঘটনায় জড়িত  ৫ জন পুরুষ ও ৬  জন মহিলাকে ।পুলিশ কর্মীদের  মারধোরের ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের খোঁজ চলছে ।’ বৃহস্পতিবার  ধৃতদের পেশ করা হয় কালনা  মহকুমা আদালতে ।বিচারক ধৃত পাঁচ জন পুরুষের ৬ দিনের  পুলিশ হেপাজত ও বাকিদের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।

পুলিশ সূত্রে জানাগেছে ,তারা মায়ের পুজো উপলক্ষে  বুধবার বিকাল থেকে মথুরা গ্রামে তরশ্বরে মাইক বাজানো হচ্ছিল । রাত বাড়তেই
পুজো প্রাঙ্গনের একদিকে লেটো গানের আশর  ও অন্যদিকে জুয়ার আশর বসে । সেই খবর পেয়ে  জুয়ার আশরে পৌছে যায় মন্তেশ্বর থানার পুলিশ। জুয়ার আশর বন্ধ করেদিয়ে পুলিশ  দুই জুয়াড়িকে পুলিশ গাড়িতে তোলে।ওই সময়ে হাঠাত করেই লাঠি, বাঁশ ও রড হাতে নিয়ে  বেশকিছু জুয়াড়ি ও গ্রামবাসী  পুলিশের উপর চড়াও হয় ।
তারা পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর পাশাপাশি পুলিশ কর্মীদের  ব্যাপক মারধোর শুরু করেদেয় । বেপরোয়া  মারধোরে দুই পুলিশ অফিসার ও এক সিভিকভল্যান্টিয়ার  মারাত্ম জখম হয় । এই হামলার ঘটনায়  জড়িত ১১ জনকে রাতেই পুলিশ  গ্রেফতার করে । এদিন মথুরা গ্রামে পৌছে দেখাযায়  লন্ড ভন্ড হয়ে রয়েছে পুজো প্রাঙ্গন । গোটা গ্রামে কোন পুরুষ  মানুষের দেখা পাওয়া যায়নি ।পুলিশের ধরপাকড়ের ভয়ে  গা ঢাকা দিয়েছেন সিংহভাগ গ্রামবাসী। ধরপাকড়ের হাত থেকে কিভাবে পরিত্রাণ মিলবে  সেই পথ এখন গ্রামবাসীরা  খুঁজে  বেড়াচ্ছে । যদিও মন্তেশ্বর থানার পুলিশ কর্তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন
হামলার ঘটনায় জড়িত কাউকেই রেয়াত করা  হবেনা ।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION