দক্ষিণবঙ্গ

মাধবডিহি থানার পুলিশের হাতে গ্রেফতার সোদপুরের নিষিদ্ধ মাদক দ্রব্য কারবারী

Friday, February 28, 2020

/ by krishaksetu Bangla

বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- নিষিদ্ধ মাদক সহ পুলিশের হাতে ধরা পড়লো এক ব্যক্তি। বৃহস্পতিবার রাতে পূর্ব বর্ধমানের
মাধবডিহি থানার পুলিশ কাটনাবিল এলাকা থেকে ওই মদক পাচারকারীকে গ্রেফতার করেছে । পুলিশ জানিয়েছে , ধৃতের নাম সঞ্জিত বিশ্বাস । তার বাড়ি উত্তর ২৪ পরগণার সোদপুর থানার দেশবন্ধুনগরে।ধৃতের কাছ থেকে ১ কেজি ৬০০ গ্রাম নিষিদ্ধ কোডাইন উদ্ধার হয়েছে বলে পুলিশ দাবি করেছে ।  মাদক আইনের ধারায় মামলা রুজু করে পুলিশ শুক্রবার ধৃতকে বর্ধমান আদালতে  পেশকরে। বিচারক  ধৃতকে  ১৪ দিন বিচার বিভাগীয়  হেপাজতে  পাঠানোর নির্দেশ দিয়েছেন  ।


পুলিশ  জানিয়েছেন, বৃহস্পতিবার গভীর রাতে মাদক দ্রব্য ভর্তি ব্যাগ নিয়ে সঞ্জিত বিশ্বাস কাটনাবিল এলাকায় একটি গাড়ি থেকে নামে। সেখান থেকে তাকে অন্য  কেউ গাড়িতে চাপিয়ে নিয়ে যাবে বলে তিনি অপেক্ষা করছিলেন । গোপন সূত্রে সেই খবর পুলিশের কাছে পৌছায় ।পুলিশ দ্রুত কাটনাবিল এলাকায় পৌছে ওই ব্যক্তিকে পাকড়াও করে ।
তাপ কাছে থাকা ব্যাগে তল্লাশি চালাতে উদ্ধার হয় ক্যানে ভর্তি ১কেজি ৬০০ গ্রাম কোডাইল মিক্সচার। এসডিপিও আমিনুল ইসলাম খান জানিয়েছেন ,মাদক আইনে মামলা রুজু করে  সঞ্জিত বিশ্বাস কে গ্রেপ্তার করা হয়েছে।নিষিদ্ধ  মাদক কারবারি চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হবে ।  যদিও ধৃত ব্যক্তির  দাবি পুলিশ তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে ।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION