বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- মেয়েকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফেরার পথে বেপরোয়া ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল মায়ের । শুক্রবার বেলায় মর্মান্তিক এই পথ দুর্ঘটনাটি ঘটেছে ২ নম্বর জাতীয় সড়কে বর্ধমানের নবাবহাট সংলগ্ন এলাকায় । মৃতার নাম রুপা সরকার (৪১) । তার বাড়ি বর্ধমানের দেওয়ানদিঘি থানার তেঁতুলিয়া দাসপুর এলাকায়। চোখের সামনে মায়ের মৃত্যু দেখে ঘটনাস্থলেই কান্নায় ভেঙে পড়ে বছর ১৩ বয়সী মেয়ে রিয়া ।এই দুর্ঘটনার পরেই জাতীয় সড়কে যানবাহন চলাচল থমকে যায় ।খবর পেয়ে বর্ধমান থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । দুর্ঘটনার পরেই ডাম্পার ছেড়ে পালায় চালক । পুলিশ ঘাতক ডাম্পার ও তার খালাসী কে আটক করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে , নিবালিকা মেয়ে রিয়াকে সঙ্গে নিয়ে রুপা সরকার সকালে বর্ধমানের রেনেসাঁ উপনগরীর অভ্যন্তরে থাকা একটি স্বাস্থকেন্দ্রে চিকিৎসার জন্য গিয়েছিলেন। ডাক্তার দেখিয়ে বেলায় বাড়ি ফেরার জন্য তারা রেনেসাঁ এলাকায় জাতীয় সড়ক পার হচ্ছিলেন । মেয়ে রিয়া দ্রুত রাস্তা পার হয়ে গেলেও রূপাদেবী ভয় পেয়ে হঠাৎতই থমকে যান । ওই সময়েই দ্রুত গতীতে চলা দুর্গাপুর মুখি একটি ডাম্পার তাকে সজোরে ধাক্কা মারে । ঘটনাস্থলেই রুপা সরকারের মৃত্যু হয় । এদিনই বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে মৃতার দেহের ময়নাতদন্ত হয়। রুপিদেবীর এমন মর্তান্তিক মৃত্যুতে শোকস্তব্দ হয়ে পড়েছেন তার পরিবার পরিজন ও প্রতিবেশীরা ।
No comments
Post a Comment