বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- নিজের নাতনির বন্ধবীর উপর যৌন নির্যাতন এ গ্রেফতার হল এক ব্যক্তি । চাঞ্চল্যকর এই ঘটনাটি মঙ্গলবার ঘটেছে পূর্ব বর্ধমানের মাধবডিহি থানার উচালন গ্রামে ।ধৃতের নাম নাম গৌতম মালিক। তাঁর বাড়ি উচালনের কর্মকার পাড়ায়।নাবালিকার পরিবার ও প্রতিবেশিরা অভিযুক্তের দৃষ্টান্তমূল শাস্তির দাবি জানিয়েছে ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে ,উচালনের কর্মকার পাড়াতেই বাড়ি বছর ১১ বয়সী নির্যাতিতা নাবালিকার।সে স্থানীয় বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। নাবালিকার বাবা জানিয়েছেন , গৌতম মালিক তাঁর মেয়ের বান্ধবীর দাদু হয় । এদিন সাকালে তাঁর মেয়ে প্রতিবেশী পরিবারের ওই বন্ধুর বাড়িতে গিয়েছিল । নাবালিকার বাবার অভিযোগ ওই সময়েই গৌতম তাঁর মেয়েকে নিজের বাড়ির একটি ঘরে নিয়েযায় । সেখানে মেয়ের গোপনাঙ্গে হাত দেয় ও শরীরে অাঁচড়ে দেয় । মেয়ে বাড়ি ফিরে গৌতমের এই কুকীর্তির কথা তঁদের জানায় ।এই ঘটনা জানাজানি হতেই গ্রামে উত্তেজনা ছড়িয়েপড়ে।
গৌতমকে ধরে সবাই মারধোর শুরু করেদেয় ।খবর পেয়ে পুলিশ গ্রামে পৌছালে গৌতম মালিককে তাঁরা পুলিশের হাতে তুলে দেয় । গৌতমকে আটক করে মাধবডিহি ব্লক স্বাস্থকেন্দ্রে নিয়েগিয়ে পুলিশ চিকিৎসা করায় । বিকালে নাবালিকার বাবা ঘটনার সবিস্তার উল্লেখ করে মাধবডিহি থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ গৌতম মালিককে গ্রেফতার করে । যদিও ধৃত ব্যক্তি দাবি করেছেন,তিনি নির্দোষ। নিজের নাতনির বান্ধবীর সঙ্গে তিনি কোন খারাপ ব্যবহার করেননি । স্নেহের বসে গায়ে হাত দিয়ে আদর করেছিলেন । মিথ্যা অভিযোগ এনে তাঁকে মারধোর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । মাধবডিহি থানার পুলিশ জানিয়েছে , বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হবে ।
No comments
Post a Comment