দক্ষিণবঙ্গ

Covid 19 সচেতনতায় পূর্ব বর্ধমান জেলার তৈলাড়া গ্রামে

Friday, March 27, 2020

/ by krishaksetu Bangla


সুনীতা ঘোষ ( মাধবডিহি ) :- COVID19 এর সম্পর্কে এবার সচেতন বার্তা পৌঁছে দিতে উদ্যোগ গৃহীত হল পূর্ব বর্ধমান জেলার তৈলাড়া গ্রামে।মাধবডিহি থানার অন্তর্গত ওই গ্রামেরই কয়েকজন সমাজ সচেতন মানুষ একত্রে বাড়ী বাড়ী গিয়ে সাধারণ মানুষকে সচেতন বার্তা পৌঁছে দিলেন।
 এর পাশাপাশি তাঁরা খোঁজ  নিলেন মুদির দোকানগুলিতে।প্রাত্যহিক পণ্যদ্রব্যের মূল্য নির্ধারণে কোনো ত্রুটি রয়েছে কিনা তাও পর্যবেক্ষণ করা হয়।এই স্বেচ্ছাসেবী মানুষগুলির সাথে সম্পূর্ণ সহায়তা করেছে প্রশাসন।এই কর্মসূচির মূল উদ্যোকতাদের মধ্যে ছিলেন সন্দীপ দাস(শিক্ষক),সুব্রত ভট্টাচার্য(শিক্ষক),পীযুষ খাঁ(শিক্ষক), কৃশানু পাল(শিক্ষক),অভিজিৎ দাস(শিক্ষক),সুবীর দাস,শ্যামল ধারা,অনুপ খাঁ প্রমুখ ব্যক্তিরবর্গ।অবাঞ্ছিত মানুষের আনাগোনা রুখতে বন্ধ করে দেওয়া হয়েছে গ্রামের প্রবেশপথগুলিও।তাঁদের চাপে পড়ে গ্রামেরই এক ব্যক্তি বিকাশ ভট্টাচার্য তার মায়ের শ্রাদ্ধানুষ্ঠান বন্ধ করে দেন।গ্রামে পাড়ায় পাড়ায় মাচাগুলোতে যে গল্পগুজব চলতো তাও বন্ধ করতে সমর্থ হয়েছেন তাঁরা।

এছাড়াও করোনা সংক্রমণ থেকে বাঁচতে আরও অন্যান্য পদক্ষেপও গ্রহণ করেছেন তাঁরা।সমাজের সর্বস্তরের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন করোনা দমনে দুঃস্থ মানুষদের পাশে থাকার। চলার পথে সামিল হওয়ার আশ্বাস দিয়েছেন গরীব দুঃখী মানুষদের।আর তাঁদের এই এই উদ্যোগকে সাধুবাদ জানালেন সমাজের সর্বস্তরের বিশিষ্ট ব্যক্তিগণ।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION