দক্ষিণবঙ্গ

দক্ষিণ দামোদর এলাকায় রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সকল সদস্যদের নিয়ে একটি বৈঠক করা হলো প্রশাসনের পক্ষ থেকে

Thursday, March 26, 2020

/ by krishaksetu Bangla


কৃষ্ণ সাহা ( দক্ষিণ দামোদর ):- পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত দক্ষিণ দামোদর এলাকায় রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের  সকল সদস্য দের নিয়ে একটি বৈঠকের আয়োজন করে প্রশাসন।
 ইতিমধ্যেই COVID 19 এর কারণে লকডাউন জারি রয়েছে। যার ফলে রাইস মিল সহ অন্যান্য উৎপাদন কেন্দ্র গুলিও বন্ধ রয়েছে।ছুটি নিয়েছে শ্রমিকরা।
ব্যাহত হচ্ছে উৎপাদন।
যেহেতু ধান - চাল নিত্য প্রয়োজনীয় খাদ্য দ্রব্যের মধ্যে পরে তাই এই ব্যাপারটি নিয়ে যথেষ্ট ভাবছে প্রশাসন।
 এই দিন বৈঠকের চুক্তি অনুযায়ী,যত রাইস মিলের কর্মচারী আসবে তাদের সিভিক অ্যাডমিনিস্ট্রেশন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব রকম সহযোগিতা করা হবে।শুধু তাই নয়, স্থানীয় বিডিও ও ওসির ইস্যু করা সার্টিফিকেট দেওয়া হবে সাধারণ শ্রমিক সহ কাঁচামাল পরিবহনকারী দের।যাতে প্রত্যহ যাতায়াতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।
    বর্তমানে চালের দাম কেজি প্রতি পাঁচ টাকা করে বৃদ্ধি পেয়েছে।আগামী দিনে যাতে সাধারণ মানুষকে খাদ্য সংকটের মুখোমুখি হতে না হয়,তার জন্য প্রশাসন মিল গুলিকে যথাযথ ভাবে সাহায্য করবে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন এসডিপিও আমিনুল ইসলাম খান, সি আই সি সঞ্জয় কুণ্ডু, রায়না এক এর বিডিও সৌমেন বণিক, রায়না দুই বিডিও দীপ্যমান মজুমদার, খণ্ডঘোষ এর বিডিও কমলকান্তি তলাপাত্র, রায়না ওসি পুলক মন্ডল, মাধবডিহি ওসি সুব্রত বেড়া , রায়না বিধায়ক নেপাল ঘোড়ুই , খণ্ডঘোষের বিধায়ক নবীন বাগ পঞ্চায়েত সমিতির সভাপতি রা সহ রাইস মিলের মালিকরা।দেশের এই দুঃসময়ে ন্যায্য মূল্যেই চাল বিক্রি করবেন বলে জানিয়েছেন মিল মালিকরা।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION