দক্ষিণবঙ্গ

রায়নায় মানুষের সচতনতা বৃদ্ধিতে পথে নামলো প্রশাসন

Thursday, March 26, 2020

/ by krishaksetu Bangla
ছবি ও তথ্য :- কৃষ্ণ সাহা

সুনীতা ঘোষ ( রায়না ):- বার মানুষের সচেতনতা বৃদ্ধিতে পথে নামলো প্রশাসন। জেলা পুলিশের সহায়তায় রায়না থানার অন্তর্গত সেহারাবাজার,মোগলমারি, মিরেপোতা সহ দক্ষিণ দামোদর সংলগ্ন বাজার অঞ্চলগুলিতে চলছে পুলিশি টহলদারি।
জনসমাগম যুক্ত অঞ্চলগুলিতে যাতে সামাজিক দূরত্ব বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখছেন তারা।কমপক্ষে এক মিটার অন্তর দূরত্ব বজায় রেখে দাঁড়াতে হবে মানুষকে।সেই অনুযায়ী চুন দিয়ে দাগ কেটে দেওয়াও হচ্ছে,বলে জানিয়েছেন জনৈক পুলিশ কর্মী।
প্রধানমন্ত্রীর নির্দেশে সারা ভারতবর্ষে টানা একুশ দিন ধরে  লকডাউন জারি রয়েছে।বন্ধ হয়নি সাধারণ মানুষের আনাগোনা।
আইন অমান্য করে রাস্তা ঘাটে প্রায়শই দেখা মিলছে যানবাহনের।পরবর্তী দিনগুলি কিভাবে অতিবাহিত করবেন,এই আশঙ্কায় স্থানীয় দোকানগুলিতে সাধারণ মানুষ যাতে কোনো ভাবে
ভিড় না জমায় সেদিক থেকেও সতর্ক করা হচ্ছে।খোলা থাকবে সমস্ত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান,এমনকি ওষুধের দোকানও।রাজ্য সরকারের তরফ থেকে রেশন দেওয়া হবে বিনামূল্যে।প্রয়োজনে এক মাসের রেশন একদিনে দেওয়ার জন্য নির্দেশিকা জারি রয়েছে।এছাড়াও,উপযুক্ত প্রমাণপত্র দেখিয়ে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে গেলে সাহায্য করবে পুলিশ।
   তবুও মানুষের সচেতনতার অভাব।এই সমস্ত মানুষদেরই আবারও সচেতনতা সম্পর্কে অবগত করতে রাস্তায় নামছে পুলিশ।এই দিন এসডিপিও আমিনুল ইসলাম খান,সি আই সি সঞ্জয় কুন্ডু ,সেহরাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তাল সামন্ত সহ পুলিশ বাহিনী সচেতনতা মূলক কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন।COVID 19 সম্পর্কে সচেতনতা বৃদ্ধি জোড় করে সম্ভব নয়,তাই এক প্রকার  রাস্তায় নেমে বোঝাচ্ছেন তারা।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION