দক্ষিণবঙ্গ

ওঁয়াড়ী উচ্চ বিদ্যালয়ে শুরু হল চাল ও আলু বিতরণ

Monday, March 23, 2020

/ by krishaksetu Bangla

নিজস্ব প্রতিনিধি ( খন্ডঘোষ ):- পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের অন্তর্গত ওঁয়াড়ী উচ্চ বিদ্যালয়ে শুরু হল চাল ও আলু বিতরণ।মাননীয়া মুখ্যমন্ত্রী প্রদত্ত নির্দেশে রাজ্যে প্রাইমারি এবং হাইস্কুল গুলিতে চলছে এই কর্মসূচী।এই কর্মসূচির আওতায় রয়েছে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্র ছাত্রীরা। মাথাপিছু দুই কেজি করে চাল ও আলু দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ওঁয়াড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহম্মদ তোজামুল হক। ভাইস চেয়ারম্যান শেখ হাসিনুজ্জামাল বলেন,তাদের প্রাপ্য এই চাল ও আলু শুধু মাত্র অভিভাবকদের হাতেই তুলে দেওয়া হচ্ছে।
COVID 19 এর দাপটে কাঁপছে সারা বিশ্ব। ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন প্রত্যেকেই।প্রধানমন্ত্রীর নির্দেশে ষোলো ঘণ্টা কারফিউ জারি থাকার পড়ে আবারও তেইশ তারিখ বিকাল পাঁচটা থেকে সাতাশে মার্চ পর্যন্ত সারা ভারতে লকডাউন।এখনও পর্যন্ত সুস্থ মানুষদের মধ্যে যাতে এই মারণ ভাইরাস ছড়িয়ে না পরে তার জন্যই এই ব্যবস্থা।তবে খোলা থাকবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকান। রাজ্যের মানুষদের কথা চিন্তা করেই মুখ্যমন্ত্রী বিনামূল্যে রেশন এবং স্কুলগুলিতে চাল আলু বিতরণ করার নির্দেশ দিয়েছেন।
আর এই নির্দেশকে মান্যতা দিয়েছে সাধারণ মানুষ।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION