দক্ষিণবঙ্গ

দামোদরে স্নান করতে নেমে গভীর গর্তে পড়ে মৃত্যু হল এক ছাত্রের

Monday, March 2, 2020

/ by krishaksetu Bangla

বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- দামোদরে স্নান করতে নেমে গভীর গর্তের জলে  তলিয়ে গিয়ে মৃত্যু হল এক ছাত্রের ।বরাত জোরে প্রাণে বেঁচে গেছে অপর এক ছাত্র। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের গৈতনপুর চরমানা এলাকায়।ছাত্রের অকাল মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েছেন পরিবার পরিজন । 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে , মৃত ছাত্রের নাম দেবজিৎ দাস (১৪) ওরফে আয়ুষ। তার বর্ধমানের কাঞ্চননগরের খর্গেশ্বরপল্লী  এলাকায় সে স্থানীয় বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে পড়তো । অপর যে ছাত্র তলিয়ে যেতে যেতে বেঁচে গেছে তার নাম কৌশিক অধিকারী (১৪)। একই  বিদ্যালয়ে  নবম শ্রেণীতে পড়ুয়া এই ছাত্রের বাড়িও কাঞ্চননগর এলাকাতেই  । 
এলাকাবাসীর কথায় জানাগেছে, এদিন  দুপুরে দুই বন্ধু মিলে চলে আসে গৈতনপুর চরমানা এলাকায় । সেখানে কিছুক্ষণ বসে তারা  গল্পগুজব কররে । দুজনের কেউ সাঁতার না জানা সত্ত্বেও তারা পোষাক খুলে দামোদরে স্নান করতে নেমে পড়ে। গভীর জলে পড়েযেতেই দুজনে হাবু ডুবু খেতে শুরু করেদেয় । ছাত্রদের তলিয়ে যেতে দেখে স্থানীয় কয়েকজন জলে ঝাঁপিয়ে পড়েন ।তারা কৌশিক কে দ্রুত উদ্ধার করতে পারলেও দেবজিৎতের  আর খোঁজ পাওয়া যাচ্ছিলনা । স্থানীয়রা বেশ কিছুক্ষণ দামোদরের গভীর জলে খোঁজ চালানোর পর দেবজিৎতের দেহ উদ্ধার হয় । জল থেকে উদ্ধার হওয়া দুই ছাত্রকে পুলিশ বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় । সেখানে কর্তব্যরত চিকিৎসক দেবজিৎ কে মৃত ঘোষনা করেন । 
গৈতনপুর চরমানা এলাকার বাসিন্দারা জানিয়েছেন ,অবৈজ্ঞানিক ভাবে বালি তোলার কারণে তাদের এলাকায় দামোদরের এক এক জায়গায় গভীর গর্ত তৈরি হয়েছে ।কোথায় সেই গভীর গর্ত রয়েছে তা কারুরই বোঝার উপায় নেয় ।এলাকাবাসীর অভিযোগ  সামান্য  জল দেখে ছাত্ররা স্নান করতে নেমে গভীর গর্তের জলে পড়ে যাওয়াতেই  এই মর্মান্তি ঘটনা ঘটেগেছে । পুলিশ মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে । 

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION