দক্ষিণবঙ্গ

খন্ডঘোষ এ বিদায় সম্বর্ধনা

Monday, March 2, 2020

/ by krishaksetu Bangla

খন্ডঘোষ ( মীর ওজল ) :- পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের আহ্লাদি পুর গ্রামের আহ্লাদিপুর নজরুল স্মৃতি সংঘ ও শহীদ স্মৃতি সংঘ গ্রামীণ গ্রন্থাগারের গ্রন্থাগারিক রতন কর্মকারের অবসর জনিত বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন আহ্লাদিপুর এর গ্রামবাসীরা, এদিন বিকালে নজরুল স্মৃতি সংঘ এর মঞ্চে একটি অনুষ্ঠানে এর মধ্যে দিয়ে রতন কর্মকার কে বিদায় সম্বর্ধনা জানানো হয়,এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রন্থাগারের সভাপতি সেখ সাহাজাহান সহ বিশিষ্ট ব্যক্তিরা, রতন কর্মকারের বিদায় এর খবর শুনে ভেঙে পড়ে গোটা গ্রাম, কারণ জীবন এর অধেক টা সময় অর্থাৎ 36 বছর আহ্লাদিপুর গ্রামের গ্রন্থাগারে কাটিয়েছেন রতন কর্মকার, তার হাত ধরে বহু ছেলে মেয়ে জীবন এর সাফলের লক্ষে পৌছেন, রতন কর্মকার গ্রামের সকলের কাছে রতন কাকু নামে পরিচিত ছিলেন ,তাই তাদের রতন কাকু কে বিদায় জানাতে কিছুতেই মন মানছিল না গ্রামের আট থেকে আশি কারোর,বাচ্চা থেকে বয়স্ক সকলের চোখে জল, গ্রামের মানুষের বই পড়ার চাহিদা বাড়িয়েছেন সকলের প্রিয় রতন কাকু, অবশেষে ছলছল চোখে রতন কাকু কে বিদায় জানাতেই হলো, গ্রামের মানুষের প্রার্থনা রতন কর্মকার যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন, বিভিন্ন উপহার এর মধ্যে দিয়ে রতন কর্মকার কে বিদায় জানান গ্রামের মানুষ। 

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION