দক্ষিণবঙ্গ

ভেঙে পড়ার দু মাসের মধ্যে পূর্বেকার রুপে ফিরলো বর্ধমান জংশন স্টেশান

Sunday, March 1, 2020

/ by krishaksetu Bangla

বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- দু মাস আগে ভিড়ে ঠাসা যাত্রীদের চোখের সামনেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছিল বর্ধমান জংশন স্টেশানের একাংশ। ৪ঠা জানুয়ারি রাতে হঠাৎতই বর্ধমান জংশন স্টেশানের প্রধান প্রবেশদ্বার,অনুসন্ধান অফিস ও গাড়ি বারান্দা হুড়মুড়িয়ে ভেঙে পড়ার ঘটনায়  প্রাণও হারান এক যাত্রী । ঘটনার ঘটনার  পর বর্ধমান স্টেশানে ছুটে আসেন পূর্ব রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। তারা  দেড়শো বছরের প্রাঢীন বর্ধমান স্টেশানকে ফের পূর্বেকার অবস্থায় ফিরিয়ে দেবার আশ্বাস দেন । সেইমত পুণর্গঠনের কাজ শুরু করেদেন প্রযুক্তিবিদরা । কাজ শেষ হতেই রবিবার এডিআরএম  সুমিত নুরুলার উপস্থিতিতে খুলে দেওয়া হল বর্ধমান জংসন স্টেশানের  মূল প্রবেশদ্বার । স্টেশানের ভিতরের মধুবনি চিত্র সহ সবকিছু আগের মতোই রূপ পাওয়ায় বর্ধমানবাসীর পাশাপাশি খুশি যাত্রীরা । এদিন এডিআরএম সুমিত নরুলা সহ পূর্ব রেলের উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল বর্ধমান স্টেশন পরিদর্শন করেন। দীর্ঘক্ষন তারা যাত্রী পরিষেবার নানাদিক  খুঁটিয়ে দেখেন। ঘুরে দেখেন নতুন করে গড়ে তোলা অংশটি। সবকিছু  দেখে তারা সন্তোষ প্রকাশ করেন । সুমিত নরুলা জানিয়েছেন; আরো কিছু পরিকল্পনা রয়েছে বর্ধমান জংশন স্টেশানকে   কেন্দ্র করে।দুই মাসের মধ্যে পুনঃনির্মান কাজ শেষ করে বর্ধমান স্টেশন কে অনেকটাই আগের রূপেই ফিরিয়ে দিতে পারাগেছে । 

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION