দক্ষিণবঙ্গ

লকডাউনে পথ কুকুরদের খাবার যোগাচ্ছে জামালপুরের একদল যুবক

Tuesday, March 31, 2020

/ by krishaksetu Bangla



প্রদীপ চট্টোপাধ্যয় ( বর্ধমান ) :- লকডাউন চলায় রাজ্যের অন্যান্য অংশের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার জামালপুরেও বন্ধ রয়েছে হোটেল ,কারখানা ও অফিস কাছারি । শুনশান হয়ে রয়েছে পথঘাট।সেই কারণে  অভুক্ত থাকছিল পথ কুকুরা। এই বিষয়টি ব্যথিত  করে তোলে জামালপুর হাটতলা এলাকার একদল যুবককে।তারা সিদ্ধান্ত নেয় লকডাউনের কটাদিন তারাই সবাই মিলে পথ কুকুরদের দুবেলা  খাবারের  জোগান দেবে।  জামালপুর হাটতলা এলাকা নিবাসী কৌশিক পতিহার , প্রবীর নায়েক প্রমুখরা বলেন তারা  নিজেদের আর্থিক খরচায় পথ কুকুরদের জন্য খাবার রান্না করছেন ।
বড় গামলায় সেই খাবার ভরেনিয়ে জামালপুরের বিভিন্ন গ্রামে পৌছে গিয়ে তা পথ কুকুরদের খাওয়াচ্ছেন।  কৌশিক পতিহার বলেন, ‘জীবে প্রেম করে যেই জন - সেই জন সেবিছে ঈশ্বর ’ এই বাণীকে পাথেও করেই  তারা  পথ কুকুরদের খাবারে  অভাব মেটাচ্ছেন । এভাবেই লকডাউনের কটা দিন দুবেলা পথ কুকুরদের খাওয়ানোর কাজ চালিয়ে যাবার শপথও নিয়েছেন হাটতলার  যুবকরা।আপামোর জামালপুরবাসী হাটতলা এলাকার পশুপ্রেমি যুবকদের এমন কর্মকাণ্ডে তারিফ করেছেন । 


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION