দক্ষিণবঙ্গ

মঙ্গলকোট তিন নম্বর চক এর উদ্যোগে বিদ্যাসাগরের দ্বিশত বর্ষ জন্ম দিবস পালন।

Thursday, September 26, 2019

/ by krishaksetu Bangla


বর্ধমান জেলা মঙ্গলকোট ব্লক এর পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক  শিক্ষক সমিতির মঙ্গলকোট তিন নম্বর চক্রের উদ্যোগে বিদ্যাসাগরের দ্বিশত বর্ষ জন্ম দিবস উপলক্ষে রক্তদান ও বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন হলো আজ।প্রথমে বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি উন্মোচন হয় মঙ্গলকোট এস,আই অফিস এর পাশে। পড়ে মঙ্গলকোট এ,কে,এম হাইস্কুলে রক্তদান শিবির অনুষ্ঠিত হয় ।প্রায় 60 জন শিক্ষক-শিক্ষিকা এই রক্তদান শিবিরে রক্ত দান করেন। মঙ্গলকোটের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এই রক্তদান শিবিরে রক্ত দেন।

এই অনুষ্ঠানে উপস্থিত আছেন মঙ্গলকোট ব্লক আধিকারি মোস্তাক আহমেদ, এস,আই অতনু হাজরা, এ,আই কাটোয়া শেখর মন্ডল, তিন নম্বর সার্কেলের সভাপতি তমিজ উদ্দিন কাদের,মঙ্গলকোট পঞ্চায়েতসমিতির সভাপতি দীপা ঘোষ ,সহ-সভাপতি আব্দুল বাসের, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মদক্ষ রেজাউল হক, জনস্বাস্থ্যের কর্মদক্ষ মেহেবুব চৌধুরী, কৃষি কর্মদক্ষ বুদ্ধদেব ভারুই, মঙ্গলকোট নাগরিক কমিটির চেয়ারম্যান অপূর্ব চৌধুরী বিশিষ্ট ব্যক্তি।

পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক  শিক্ষক সমিতির তিন নম্বর সার্কেলের সভাপতি তমিজ উদ্দিন কাদের জানান,এবছর বিদ্যাসাগর মহাশয় এর দ্বিশত বর্ষ জন্ম দিবস আমরা পালন করছি রক্তদানের মাধ্যমে,পাশাপাশি উনার একটি আবক্ষ মূর্তি আমরা আজ উদ্বোধন করলাম।

মঙ্গলকোট থেকে আমিরুল ইসলামের রিপোর্ট।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION