দক্ষিণবঙ্গ

প্রেস বিঞ্জপ্তি ৩৫তম রাজ্য ক্যারাম চ্যাম্পিয়নশিপ

Sunday, December 8, 2019

/ by krishaksetu Bangla

৭ ডিসেম্বর থেকে কলকাতার প্রদীপ সংঘে শুরু হয়েছে ৩৫তম রাজ্য ক্যারাম চ্যাম্পিয়নশিপ।পুরুষ এবং মহিলা মিলিযে মোট ৬০০জন প্রতিযোগী অংশ গ্রহণ করছেন ক্যারাম চ্যাম্পিয়নশিপপ্রতিযোগিতায় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে প্রতিযোগীরা রাজ্য ক্যারাম চ্যাম্পিয়নশিপ অংশ গ্রহণ করছেন।

রাজ্য ক্যারাম অ্যাসশিয়েসানের সাধারণ সচিব সুজিত শাহু জানিয়েছেন, এই প্রতিযোগিতার মোট পুরস্কার মূল্য আশি হাজার রুপি। প্রতিযোগিতায় চ্যাম্পিয়নরা পাচ্ছেন ২৫ হাজার রুপি। রানার্স আপ পাবেন ২০ হাজার রুপি। এছাড়া সিঙ্গেলস এবং ডাবলস দুটি বিভাগেই খেলা হবে। মহিলা অংশগ্রহন করবেন ১৪ এবং ১৫ ডিসেম্বর।


আয়োজকদের তরফে জানানো হয়েছে প্রতিযোগিতায় যে কোন ধরনের ডোপিং নিষিদ্ধ করার জন্য কড়া ব্যবস্থা নিয়েছে সংগঠন রাজ্য পুলিশ প্রশাসন। প্রতিযোগিতা চলবে বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা অব্দী, আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত।

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION