দক্ষিণবঙ্গ

৪২ টি কচ্ছপ কলকাতায় পাচার করতে গিয়ে বর্ধমান জিআরপির হাতে ধরা পড়লো বিহারের দুই মহিলা ।

Wednesday, December 18, 2019

/ by krishaksetu Bangla


প্রদীপ চট্টোপাধ্যায়  বর্ধমান ১৮  ডিসেম্বর 

ডাউন অমৃতসর এক্সপ্রেসের কামরায় তল্লাশি চালিয়ে  বুধবার ৪২ টি কচ্ছপ উদ্ধার করলো  বর্ধমান  জিআরপি । কচ্ছপ পাচারের ঘটনায়  জড়িত থাকার অভিযোগে জিআরপি দুই মহিলাকে গ্রেফতার করেছে ।  জিআরপি  জানিয়েছে, ধৃতদের নাম ফুলা সাহানী ও কারী সাহানী ।  দুজনেই বিহারের ফটুয়া জেলার ঘোষপাহাড়ি এলাকার  বাসিন্দা । 

সুনির্দিষ্ট ধারায় মামলা রুজুকরে জিআরপি এদিনই  দুই ধৃতকে পেশকরে বর্ধমান আদালতে । বর্ধমান  জিআরপি সূত্রে জানাগেছে , এদিন বেলা ১০টা ৪৫ মিনিট নাগাদ ডাউন অমৃতসর এক্সপ্রেস  বর্ধমান স্টেশনের ৫ নম্বর  প্ল্যাটফর্মে থামে । ওই ট্রেনের কাময়ায়  রুটিন তল্লাশির চালানোর সময়েই দুটি বস্তার ভরেরাখা  কচ্ছপগুলি জিআরপির নজরে আসে ।
Two-women-Bihar-arrested-by-GRP-while-smuggling-42 turtles-to-Kolkata

কচ্ছপ পাচারের ঘটনায় জড়িত দুই মহিলাকে  তখনই ধরেফেলে জিআরপি । জিআরপি  অফিসাররা ধৃতদের জিজ্ঞাসাবাদ চালিয়ে জানতে পেরেছেন বিহারের আড়া স্টেশন থেকে কচ্ছপগুলি ট্রেনের কামরায় তুলেনিয়ে পাচারের জন্য কলকাতা নিয়ে যাওয়া হচ্ছিলো। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে এদিনই বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়।


No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION