প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ১৮ ডিসেম্বর
গায়ে আগুন লাগিয়ে স্ত্রীকে পুড়িয়ে মারার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে।এই ঘটনাঘিরে বুধবার ব্যাপক চাঞ্চল্য ছড়ায় পূর্ব বর্ধমানের আউশগ্রামের বননবগ্রামে ।মৃত বধূর নাম শিখা মেটে (৪৪)।বননবগ্রামের মেটেপাড়ায় বধূর শ্বশুর বাড়ি । এদিনই বধূর মৃতদেহ উদ্ধারকরে পুলিশ ময়নাতদন্তের জন্য বর্ধমান হাসপাতাল পুলিশ মর্গে পাঠায় ।
বধূর ভাই আশিস মেটের দায়ের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে আউশগ্রাম থানার পুলিশ বধূর স্বামী পূর্ণ মেটেকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ।স্বামী , শ্বশুর ও শাশুড়ি মিলে বধূর গায়ে আগুন লাগিয়ে দিয়ে তাঁকে পুড়িয়ে মরেছে বলে আশিস মেটের অভিযোগ। যদিও অভিযোগ আস্বীকার করেছেন বধূর মেয়ে চম্পা ধারা । তিনি জানিয়েছেন,তাঁর মা মানসিক রোগী ছিলেন ।মায়ের চিকিৎসা চলছিল ।
No comments
Post a Comment