দক্ষিণবঙ্গ

বিজেপি নেতাদের বিরুদ্ধে ধোঁকাদেবার অভিযোগ তুলে শতাধীক বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূলে

Thursday, February 6, 2020

/ by krishaksetu Bangla
ছবি :-  কৃষ্ণ সাহা


বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- বিজেপি নেতাদের  বিরুদ্ধে ধোঁকা দেবার অভিযোগ এনে শতাধীক বিজেপি কর্মী গেরুয়া শিবির ছেড়ে যোগ দিলেন ঘাসফুল শিবিরে। বিজেপি শিবিরের এই ভাঙন ঘটেছে পূর্ব বর্ধমানের রায়নার নাড়ুগ্রাম অঞ্চলে । বৃহস্পতিবার নাড়ুগ্রাম অঞ্চল বিজেপির বুথ সভাপতি কার্তিক সাঁতরার নেতৃত্বে শতাধীক বিজেপি কর্মী আনুষ্ঠানিক ভাবে তৃণমূল কংগ্রেস দলে যোগদান করলেন । বিজেপি কর্মীদের তৃণমূলে যোগদান উপলক্ষে এদিন বিকালে রায়নার হিজলনায় তৃণমূল বিধায়কের  অফিসে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় । সেখানেই দলত্যাগী বিজেপি নেতা ও কর্মীদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলেদেন  তৃণমূল বিধায়ক  নেপাল ঘোড়ুই । দলত্যাগীরা এদিন  বলেন ,তাঁদের গ্রামের  ক্লাব সহ এলাকার উন্নয়নে একমাত্র ভরসা  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেই উন্নয়ন কর্মযজ্ঞে সামিল হতেই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান বলে দলত্যাগীরা জানিয়েছেন । 
এদিন তৃণমূলের ঝান্ডা কাঁধে তুলে নিয়ে কার্তিক সাঁতরা ও তুষার সিং বলেন , বিজেপি নেতারা আমাদের ধোঁকা দিয়েছে । লোকসভা  ভোটের আগে বিজেপি নেতারা  তাঁদের প্রতিশ্রুতি দিয়েছিল তাঁরা এলাকার ক্লাব সহ নাড়ুগ্রাম অঞ্চলের  উন্নয়ন ঘটাবে ।  সেই কথা বিশ্বাস করে  লোকসভা ভোটের সময়ে তাঁরা বিজেপির ঝান্ডা কাঁধে তুলেনিয়ে ভোট যুদ্ধে  সামিল হয়েছিলেন । পরবর্তী সময়ে তাঁরা বুঝতে পারেন নাড়ুগ্রাম অঞ্চলের উন্নয়নে বিজেপি নেতাদের কোন সদিচ্ছাই নেই । তাই নাড়ুগ্রাম অঞ্চলের উন্নয়নের স্বার্থে তাঁরা এদিন  বিজেপি  ছেড়ে তৃণমূলে যোগদান করেছেন । 
বিধায়ক নেপাল ঘড়ুই বলেন ,‘ বিজেপি নেতারা যে ধোঁকাবাজ তা নাড়ুগ্রাম অঞ্চলের মানুষজন ভালোভাবেই বুঝেগেছেন ।  এই বাস্তব সত্যটা আগামীদিনে এই বাংলা সহ সারা দেশের মানুষের কাছেও পরিস্কার হয়েযাবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা অনুযায়ী রায়না সহ সারা রাজ্যে বহু উন্নয়ন কাজ হয়েছে । নাড়ুগ্রাম অঞ্চলে উন্নয়ন কাজের  যেটুকু খামতি রয়েছে তা পূরণ করার জন্য তিনি সর্বত ভাবে উদ্যোগ নেবেন । ’ 
বিধায়কের এই বক্তব্য প্রসঙ্গে  জেলা বিজেপি সভাপতি সন্দীপ নন্দী বলেন , কারা ধোঁকাবাজ ও দূর্নীতিগ্রস্ত দল তা বাংলার মানুষ জানে ।  তাই লোকসভা ভোটে বাংলার মানুষ বিজেপির ১৮ জনকে সাংসদ করেছে । সন্দীপ বাবু বলেন ভয় দেখিয়ে কিছু মানুষকে  দিয়ে  সাময়িক ভাবে তৃণমূলের ঝান্ডা বওয়ানো যাবে ।  কিন্তু ২০২১ এর পর এই বাংলায় তৃণমূলের  ঝান্ডাটাই আর খুঁজে পাওয়া যাবেনা ।




No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION