দক্ষিণবঙ্গ

একের পর এক দোকান থেকে মোবাইল ফোন চুরি - গ্রেফতার দুই মেধাবী ছাত্র

Tuesday, February 25, 2020

/ by krishaksetu Bangla

 বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- কের পর এক দোকান থেকে মোবাইল ফোন চুরির অভিযোগে গ্রেফতার হল দুই মেধাবী ছাত্র । ধৃতদের একজনের নাম মুজিবর রহমান সেখ। অপর জন মুজিবরের সহযোগী ১৬ বছরের এক কিশোর।দুজনেরই বাড়ি নদীয়ার নবদ্বীপ থানা এলাকায় । সোমবার রাতে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর থানার পুলিশ  নবদ্বীপে হানাদিয়ে দুজনকে গ্রেফতার করে ।মঙ্গলবার ধৃতদের কালনা মহকুমা আদালতে পেশ করে হেপাজতে নিয়েছে পুলিশ। দুই  মেধাবী ছাত্র মোবাইল ফোন  চুরি করেছে  জেনে কার্যত হতবাক হয়েযান দোকান  মালিকরা ।
                

পুলিশ  ও স্থানীয়  সূত্রে  জানাগেছে , মন্তেশ্বর থানার মালডাঙ্গা বাজারে রয়েছে  সত্যনারায়ণ নন্দী নামে এক ব্যবসায়ীর মোবাইলের দোকান । ওই ব্যবসায়ী পুলিশকে জানিয়েছেন , যুবকরা রবিবার রাতে তাঁর দোকানে এসে মোবাইলের কভার দেখাতে বলে ।তিনি পিছন ফিরে মোবাইলের  কভার বের করার সময় দোকান থেকে একটি দামি ফোন হাতসাফাই করে নিয়ে যুবকরা চম্পট দেয়।একই দিনে যুবকরা মন্তেশ্বর বাজারে নির্মল রায়ের জুতোর দোকান ঢুকে  ব্যবসায়ীর  মোবাইল ফোন চুরি করে বলে অভিযোগ ।এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দুজনকে চিহ্নিত করে । এরপরেই পুলিশ মোবাইল ফোনের সূত্র ধরে  রাতে নবদ্বীপে  অভিযান চালিয়ে পুলিশ মুজিবর রহমান ও তার সহযোগীকে  গ্রেফতার করে।পুলিশ জানিয়েছে , নবদ্বীপ শিক্ষামন্দিরের দ্বাদশ শ্রেণির ছাত্র মুজিবরের বাবা রেল দফতরের কর্মী । মুজিবরের সহযোগী নবদ্বীপ হিন্দু স্কুলের ছাত্র। দুজনেই মেধাবী ছাত্র হিসাবে এলাকায় পরিচিত । জিজ্ঞাসাবাদে তারা পুলিশ কে জানিয়েছে হাত খরচ জোগাড় করার জন্য তারা চুরিতে হাত পাকাচ্ছিল । 



No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION