দক্ষিণবঙ্গ

মেমারি হাসপাতালে সাফাই অভিযান

Tuesday, February 25, 2020

/ by krishaksetu Bangla

মেমারি ( সেখ সামসুদ্দিন ):- মেমারি ১ পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনের উদ্যোগে মেমারি গ্রামীণ হাসপাতালে সাফাই অভিযান চালানো হয়। এই কাজে সহযোগিতা করেন স্বাস্থ্য দপ্তরের কর্মী, ভিআরপি ও ভিসিডি কর্মীবৃন্দ। উপস্থিত ছিলেন মেমারি ১ বিডিও বিপুল কুমার মন্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি বসন্ত রুইদাস, সহসভাপতি সেখ মোয়াজ্জেম, স্বাস্থ্য কর্মাধ‍্যক্ষ মৌসুমী মন্ডল, মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ‍্যক্ষ রেনুকা মহন্ত, খাদ‍্য কর্মাধ‍্যক্ষ নমিতা কর, সদস‍্য তথা প্রাক্তন সহ সভাপতি মধুসূদন ভট্টাচার্য, সহ অন‍্যান‍্য সদস্য, ব্লক ও পঞ্চায়েত সমিতির কর্মীবৃন্দ, হাসপাতালের বিএমওএইচ, সিস্টার সহ স্বাস্থ্যকর্মীবৃন্দ।
এদিন সকলেই হাতে গ্লাভস ও মুখে মাস্ক পড়ে ঝাঁটা, কাস্তে হাতে নিয়ে রীতিমত পরিস্কার পরিচ্ছন্ন করেন। প্লাস্টিক সহ সমস্ত বর্জ‍্য বস্তাবন্দী করে এক জায়গাই স্তুপ করে রাখা হয় এবং ব্লিচিং পাউডার ছড়িয়ে ও স্প্রে করে এলাকার সুস্থ পরিবেশ অনেকটাই ফিরিয়ে আনা হয়। সভাপতি জানান ওগুলো  এক জায়গায় গর্ত করে মাটি চাপা দেওয়া হবে। এই কর্মসূচি মাঝে মধ‍্যেই নেয়া হবে।




No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION