বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- মাধ্যমিক পরীক্ষার্থীর শ্লীলতাহানি করার অভিযোগে গ্রেপ্তার হল এক যুবক। ধৃতের নাম প্রকাশ সিং। পূর্ব বর্ধমানের মেমারি থানার ঘোষগ্রামে তার বাড়ি। সোমবার রাতে মেমারি থানার পুলিশ বাড়ি থেক তাকে গ্রেপ্তার করে। মঙ্গলবার ধৃতকে বর্ধমানের পকসো আদালতে পেশ করা হয়। ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৭ মার্চ ফের আদালতে পেশের নির্দেশ দিয়েছেন পকসো আদালতের বিচারক সৈয়দ নিয়াজউদ্দিন আজাদ।
পুলিস জানিয়েছে, ঘোষগ্রামেই ওই মাধ্যমিক পরীক্ষার্থীর বাড়ি। সোমবার বিকাল ৪টে নাগাদ রাধাকান্তপুর উচ্চ বিদ্যালয়ে মাধ্যমিক পরীক্ষা দিয়ে সে বাড়ি ফিরছিল। পশ্চিমপাড়ায় একটি পুকুরের কাছে প্রকাশ তার শ্লীলতাহানি করে বলে অভিযোগ। যুবক মাধ্যমিক পরীক্ষার্থীকে টানতে টানতে তার বাড়ির দিকে নিয়ে যাওয়ারও চেষ্টা করে মাধ্যমিক পরীক্ষার্থী চিৎকার করলে যুবক পালিয়ে যায়। মাধ্যমিক পরীক্ষার্থীর মা ওইদিনই যুবকের বিরুদ্ধে ঘটনার কথা জানিয়ে মেমারি থানায় অভিযোগ দায়ের করেন ।শ্লীলতাহানি ও পকসো অ্যাক্টের ৪ ধারায় মামলা রুজু করে পুলিস যুবককে গ্রেফতার করে ।
No comments
Post a Comment