বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- প্রফেসরের তৎপরতায় পথ কুকুরদের হিংস্র হামলার হাত থেকে রক্ষা পেল একটি পেঁচা।বর্ধমানের বোরহাট নিবাসী প্রফেসর রোয়ান মুখোপাধ্যায় মঙ্গলবার ভোররাতে পূর্ণ বয়স্ক ওই সাদা পেঁচাটিকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়েযান। শুশ্রুষা করার পর এদিন বেলায় তিনি পেঁচাটিকে বর্ধমান বনবিভাগের আধিকারিদের হাতে তুলেদেন।প্রফেসরের এই পক্ষীপ্রীতির তারিফ করেছেন বোরহাটের সকল বাসিন্দারা ।
রোয়ান মুখোপাধ্যায় হাজারিবাগ ডেন্টাল কলেজে প্রফেসারি করেন। এদিন ভোররাতে সেখান থেকে তিনি বোরহাটের বাড়িতে ফিরছিলেন । রোয়ানবাবু বলেন ,বাস থেকে নেমে হেঁটে তিনি বাড়ির দিকে যাচ্ছিলেন । পথে তিনি দেখেন একটি পূর্ণ বয়স্ক সাদা পেঁচাকে ধরে একদল পথ কুকুর টেনা হেঁচড়া করছে । এমনটা দেখার পরেই তিনি সেখানে ছুটেগিয়ে কুকুর গুলিকে তাড়িয়ে পেঁচাটিকে উদ্ধার নিজের বাড়িতে নিয়েযান । পেঁচাটির শুশ্রুষা করেন । বেলায় তিনি পেঁচা উদ্ধারের বিষয়টি বর্ধমান বনবিভাগে জানান । বন দফতরের আধিকারিকরা তাঁর বাড়িতে এলে তিনি পেঁচাটি তাঁদের হাতে তুলেদেন। রেঞ্জ অফিসার জগবন্ধু দে জানিয়েছেন ,চিকিৎসা করিয়ে পেঁচাটিকে রমনাবাগান অভয়ারণ্যে ছেড়ে দেওয়া হবে ।
No comments
Post a Comment