দক্ষিণবঙ্গ

পাচারের উদ্দেশ্যে রেশনের প্রচুর আটা অবৈধভাবে আটক করার অভিযোগে গ্রেফতার দুজন

Tuesday, February 18, 2020

/ by krishaksetu Bangla

বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- বৈধ ভাবে রেশনের আটা  গোডাউনে মজুত করার অভিযোগে  দুজনকে গ্রফতার করলো  দূনীতিদমন শাখা। সোমবার সন্ধ্যায় দূর্নীতি দমন শাখার টিম  পূর্ব বর্ধমানের  জামালপুর থানার হালাড়া গ্রামের দুটি  গোডাউনে হানা দেয় । সেখান থেকে  রেশনের প্রচুর আটার প্যাকেট মেলে । এরপরেই পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে গাডাউনে আটি মজুত করার অভিযোগে শেখ মহিরুদ্দিন ও শঙ্কর ঘোষ নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।  ধৃত দুজনেরই বাড়ি হালাড়া গ্রামে ।  বাজেয়াপ্ত করা হয়েছে গোডাউনে মজুত রেশনের সমস্ত  আটা ।  মঙ্গলবার ধৃতদের পেশ করা হয় বর্ধমান আদালতে । বিচারক ধৃতদের জামিন নামাঞ্জুর করে বিচার বিভাগীয় হেপাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন । দুর্নীতিদমন শাখা সূত্রে জানগেছে ,হালাড়া গ্রামের দুটি  গোডাউনে অবৈধ ভাবে রেশনের আটা মজুত করার খবর দফতরে পৌছায় । সোমবার অভিযান চালিয়ে শঙ্করের  গোডাউন থেকে ৫০ কেজির ৮০টি বস্তা, ৯৫০ গ্রামের ১২০ প্যাকেট, ৪৭৫ গ্রামের ১৬০টি প্যাকেট ও ৪৭টি খোলা প্যাকেট উদ্ধার হয়েছে । পর ধৃত  মহিরুদ্দিনের গোডাউন থেকে  ৫০ কেজির ১২০টি বস্তা, ৯৫০ গ্রামের ৭০টি প্যাকেট ও ৪৭৫ গ্রামের ২৫০টি প্যাকেট উদ্ধার হয়েছে ।  দূর্নীতিদমন শাখার আধিকারিকদের দাবি  বাজেয়াপ্ত করা সমস্ত আটার পরিমাণ  ১০ টন ৩ কুইন্ট্যাল ৮০ কেজি।




No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION