দক্ষিণবঙ্গ

অসুস্থ দিনদরিদ্র হিন্দু বৃদ্ধার চিকিৎসার দায়ভার নিল একদল মুসলিম যুবক

Tuesday, March 3, 2020

/ by krishaksetu Bangla

বর্ধমান ( প্রদীপ চট্টোপাধ্যায় ) :- দিল্লির দাঙ্গার ঘটনা নিয়ে এখনও সমালোচনার ঝড় বইছে দেশ জুড়ে।ঠিক এমনই সময়েই সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত তৈরি করলেন পূর্ব বর্ধমানের গলসির মুসলিম যুবকরা । হিন্দু বিধবা বৃদ্ধা নেবি কর্মকারের চিকিৎসার  জন্য তারাই সর্বতভাবে সাহায্যে জন্য এগিয়ে গেলেন । অসুস্থ হিন্দু বৃদ্ধার চিকিৎসা করিয়ে তাকে সুস্থ করে তোলার আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন মুসলিম যুবকরা । সন্তানসম একদল মুসলিম যুবকই এখন বৃদ্ধার শেষ জীবনের ভরসা । 
গলসির পুরসা গ্রামটি মুসলিম অধ্যুসিত । এই গ্রামে হাতে গোনা দু'চার ঘর হিন্দু পরিবারের বসবাস রয়েছে। গ্রামেরই বৃদ্ধা নেবি কর্মকারের নিজের বাড়িঘর না থাকায় তিনি গ্রামের এক মুসলিম ব্যক্তির বাড়ির একপাশে বসাবস করেন। তাঁর একমাত্র ছেলে রাজু কর্মকার নব্বই শতাংশ প্রতিবন্ধী । বৌমা লক্ষী পরের বাড়িতে পরিচারিকার কাজ করে কোনরকমে দিন গুজরান করে । প্রায় সত্তর উর্ধ্ব বৃদ্ধা নেবি কর্মকার  দীর্ঘদিন ধরে পেটের যন্ত্রনায় ভুগছেন। তিনি  নিজে কয়েকবার  চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে গিয়েছিলেন।কিন্তু অর্থের অভাব ও পাশে দাঁড়ানোর মত  কেউ  না থাকায় তিনি সঠিক ভাবে চিকিৎসা করাতে পারছিলেন না। পেটের অস্ত্রোপচারের খরচের ভয়েই দীর্ঘদিন তিনি   বাড়িতে পড়ে থেকে  অসহ্য পেটের যন্ত্র‌নায় কাতরাতেন । মঙ্গলবার  সকালে পেটের যন্ত্রনায় বৃদ্ধাকে চোখের জল ফেলে কাতরাতে দেখে  ব্যাথিত হন  গ্রামের যুবক সেখ লালন  ।এরপরেই লালন তাঁর বন্ধু সেখ কমল সহ কয়েকজনকে  সঙ্গে নিয়ে হিন্দু বৃদ্ধাকে হাসপাতালে নিয়েযান । চিকিৎসকের প্রেসক্রিপশান  নিয়ে মুসলিম যুবকরাই সমস্ত ওষুধ কিনেদেন । লালন জানিয়েছেন , অসহায় বৃদ্ধা হিন্দু কি মুসলিম সেটা বড় কথা নয় । ধর্ম যার যাই হোক মানবতাই শ্রেষ্ঠ ধর্ম ।আগামী দিনেও তারা মাতৃসম হিন্দু  বৃদ্ধার পাশে  থেকে সর্বত ভাবে সাহায্য সহযোগীতা করবেন । 

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION