দক্ষিণবঙ্গ

করোনা ভাইরাসের প্রভাবে, মুরগির সেল ভাতারে

Tuesday, March 3, 2020

/ by krishaksetu Bangla

ভাতার ( আমিরুল ইসলাম ) :- পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারে বিগত এক মাস ধরে মুরগির মাংস সেইভাবে বিক্রি নেই। আজ হঠাৎ করে মুরগির মাংসের সেল দিতে শুরু করে ভাতার বাজারের এক ব্যবসায়ী। গোটা মুরগি 55 টাকা কিলো ও কাটা মাংস 100 টাকা কিলো।
তাতেও বিক্রি ভালো হচ্ছে না বলে জানিয়েছেন ব্যবসাদারা।
ব্যবসায়ী সুকান্ত দাস জানিয়েছেন, আমার এই কয়েক বছরের ব্যবসায় মুরগির দাম এইভাবে নেমে যায়নি ।এলাকায় গুজব ছড়িয়েছে করোনাভাইরাস এর। কিন্তু আমাদের কাছে যে মুরগি আসছে একদম সতেজ মুরগি। মুরগি বিক্রি কমে যাওয়ায় কম্পানি কম দামে বিক্রি করার অনুমতি দিয়েছেন আমাদের কে ।


কারণ মুরগির উৎপন্ন বেশি হচ্ছে কিন্তু বিক্রি নেই ।তাই একটি মুরগি সারাদিনে প্রচুর পরিমাণ খাবার খেয়ে নেয় সেই জন্য মুরগির দাম কমিয়ে সেল দিচ্ছি আজ।
মাইকিং ও পোস্টার লাগিয়ে মুরগির সেলের প্রচার করা হচ্ছে জোরকদমে ভাতার বাজারে ,তবু যেন করোনাভাইরাস এরা আতঙ্কে মানুষ মুরগির মাংস খাচ্ছেনা। কারণ এত কম দামে ও দোকানে সেভাবে ভীড় লক্ষ্য করা যাচ্ছে না । 

No comments

Post a Comment

loading...
Don't Miss
© all rights reserved
By SDK IT SOLUTION